Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-গদ্যকবিতাশিরোনাম-"হে স্বামীজি"কলমে-শ্রী মদন মন্ডল________//তাং ১৩.০১.২০২১হে মহান মানব, বাংলা ও বাঙালীর যুব শক্তির প্রাণ পুরুষ,গত কাল সহস্র বাঙালীর মত আমিও আপনার,প্রতিচ্ছবি তে মাল্যদান ও  জন্…


 

দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-গদ্যকবিতা

শিরোনাম-"হে স্বামীজি"

কলমে-শ্রী মদন মন্ডল

________//তাং ১৩.০১.২০২১

হে মহান মানব, 

বাংলা ও বাঙালীর যুব শক্তির প্রাণ পুরুষ,

গত কাল সহস্র বাঙালীর মত আমিও আপনার,

প্রতিচ্ছবি তে মাল্যদান ও  জন্ম দিবস;

স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করলাম |

আপনার শিকাগো থেকে বিশ্ব জুড়িয়ে মহৎবাণী;

নির্জনে স্মরণের সময় হঠাৎ নিজেকে বিবেকানন্দ

ভাবতেই ,যেন রক্তের শিরায় সংবাদ মাধ্যমের

দৃশ্যগুলি দেখে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করলো |

মনে হল ! স্বামীজি কি ধর্ম নিয়ে রাজনীতি ও

রাজপথে রাজনৈতিক মুনাফা তুলার পথ দেখিয়ে ছিলেন?

কোথায় একবিংশ শতাব্দীতে মহা মানবের আত্মত্যাগ

ও বলিদানকে স্মরণ করতেই -

ধর্ম,বর্ণ নির্বিশেষে সমাজের ফুটপাত থাকা

মানব কল্যাণে রাজপথে হবে মিছিল;

তা না হয়ে রাজনীতি !

মেধাবী ছাত্র গুলো কর্মসংস্থানের অভাবে ,

ঘটা করে শিল্প সম্মেলন হলেও শিল্পের অভাবে-

পরিবার ছেড়ে বিদেশে বা অন্যরাজ্যে যন্ত্রণায় কাতর !!

কোথায়,অযোগ্যের নিয়োগের প্রতিবাদে রাজপথ

হবে উত্তাল,তা না হয়ে ধর্ম !

ঘটা করে রাজপথে একদিকে যখন স্বামীজি ,স্বামীজি,

শব্দে উত্তাল;

ঠিক ঢিল ছূড়া দূরত্বে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির

দাবীতে জাতীর মেরুদন্ড হচ্ছে অত্যাচারীত,

অবহেলিত ,রক্তে ক্ষত বিক্ষত !!

আপনি বেঁচে থাকলে নিশ্চয় প্রশ্ন করতেন ?

কেনই বা স্মরণ সভায় রাজনৈতিক দলের পতাকা !!

কেনই বা মাস্টার দা সূর্য সেনের ও জন্ম দিন তো

একই সঙ্গে,

উনিও তো স্বাধীনতার পথপদর্শক হয়েও-

তবে কেনই বা সংবাদ মাধ্যমের আলোপাত নেই !!


----------west Bengal, Indian-----🙏🙏🙏🙏