Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- স্বর্ণালি কিরণকলমে- শান্তনু দাসতারিখ- ১৪/০১/২০২১ ইং------------------------------------------------------------------পাবন তিথি'টা চুপিসারে নির্দ্বিধায় মুহূর্তকয় ছিনিয়ে নেয় পুণ্যতোয়া'র চরাচরে। মুণ্ডিতমস্তক রাশ…

 


শিরোনাম- স্বর্ণালি কিরণ

কলমে- শান্তনু দাস

তারিখ- ১৪/০১/২০২১ ইং

------------------------------------------------------------------

পাবন তিথি'টা চুপিসারে নির্দ্বিধায় মুহূর্তকয় ছিনিয়ে নেয় পুণ্যতোয়া'র চরাচরে। 

মুণ্ডিতমস্তক রাশি অন্তঃসলিলা খোয়াই'য়ের বুকে অবগাহনে শুচি করে তনুমন।

ব্রহ্মজ্ঞ জুতি-পদে গুঞ্জিত যাজ্ঞিক শিখা রঞ্জিত ঊষা-দিগন্তে মিশ্রিত হয়ে দৃপ্ত করে বারেন্দ্রভূম। 

'উত্তরায়ণ' মুহূর্তের স্বাগতে পূর্বজ তর্পী'রা সমাহিত নিষ্ঠায়। 

অর্পণ করে অন্তকরণে'র আকুতি নৈবেদ্য। 

বেলা বাড়ে, মেঠোআলে কচি ঘাসের মঞ্জরি-মালা'য় স্তূপীকৃত নীহারবিন্দু- 

সহসা চমকে উঠে অর্যমা-রশ্মি'র প্রথম চুম্বনে। 

ঊষসী'র অলক্ত দিগন্ত পানে বিহগেরা উড়ে চলে ওমের ঠিকানা খুঁজে, 

একটুকরো উত্তুরে সমীরণে সাড়া দিয়ে পল্লবপুঞ্জ ভুলে যায় বিগতনিদ্র শিশির-স্নান। 

আড়মোড়া ভাঙা শৈত্য প্রভাত শোনে বেদাংশে'র অনুরণন।

অপর্যাপ্ত আমেজ নভোরজের চাদর চিরে গনগনে তপনতাপে'র তৃষা'য় প্রতীক্ষারত। 

বিলাসী চাতক চায় কয় ঢোক প্রধূমিত তরল। 

উষ্ণতা'র মুঠোভর খোরাক ঠুসে উদরেরা ভিড় করে রাজপথে, 

সভ্যতা'য় হাঁপিয়ে ওঠা ধাবিত বোধ খুঁজে পেতে চায় একটুকরো ঐশী ঠিকানা। 

দক্ষিণ অয়নান্তে দৈবস্পর্শী প্রথম 'স্বর্ণালি কিরণ'। 

------------------------------------------------------------------