Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এম ۔ আর ۔ সি۔ সি কলেজে প্রজাতন্ত্র দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর শহরের পালবাড়িতে অবস্থিত মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিল্ড্রেন (MRCC) প্রতিষ্ঠান কেন্দ্রে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস lপতাকা উত্তোলন করেন প্রিতিষ্ঠানের সভাপতি চিত্তরঞ্জন মুখার…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর শহরের পালবাড়িতে অবস্থিত মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিল্ড্রেন (MRCC) প্রতিষ্ঠান কেন্দ্রে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস l

পতাকা উত্তোলন করেন প্রিতিষ্ঠানের সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী , উড়িষ্যাভাষী ছাত্র ছাত্রীদের বুঝার সুবিধার্থে দিবসের তাৎপর্য্য ও সংবিধানে বর্ণিত ধারাগুলি ও দিবসের তাৎপর্য্য সম্পর্কে উড়িয়াতে বক্তব্য রেখেন কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা , ১৯৩০ সাল থেকে পূর্ণ স্বরাজের দাবীতে যে ২৬ তারিখটি স্বাধীনতা দিবস রূপে পালিত হচ্ছে সেই পরিপেক্ষিত ও দিবসের তাৎপৰ্য্য ব্যাখ্যা করেন সংস্থার সহ সভাপতি অমিত কুমার সাহু lউপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য কাজল ব্যানার্জী , প্রশান্ত মহাপাত্র , বিদ্যুৎ বোস , রঘুনাথ ভট্টাচার্য্য প্রমুখ l

কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক - শিক্ষিকেরের উপস্থিতি ও সমবেত জাতীয় সংগীতে অনুষ্ঠানটি বিশেষ মাত্র পায় l

উল্লেখ্য প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদা সমম্পন্ন ও চাইল্ড লেবারদের পরিবারের ছাত্র ছাত্রীদের সেবা দানের পাশাপাশি নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীন স্পেশাল বি ۔এড এবং দিল্লি আর ۔সি ۔আই অনুমোদিত স্পেশাল ডি ۔এল ۔এড ۔ কোর্স এর পঠন- পাঠান চলছে l