Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ঐতিহাসিক সমাবেশ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড়ে। শনিবার বিকালে তমলুক শহরের এই সমাবেশে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুর…


কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ঐতিহাসিক সমাবেশ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড়ে। শনিবার বিকালে তমলুক শহরের এই সমাবেশে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।বিগত দিনে নন্দীগ্রাম আন্দোলনে যেভাবে এগিয়ে এসে আন্দোলনের সহযোগিতা করেছিলেন সেই ভাবেই ভারতবর্ষের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরমানন্দ মহারাজ। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় সহ পূর্ব মেদিনীপুর জেলার জমিয়তে উলামায়ে হিন্দ এর নেতৃত্বরা। রাজ্যের মন্ত্রী জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আগামী দিনে এই কৃষি বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনকি জাতীয় সড়ক অবরোধ করবেন। এদিনের সভায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার জমিয়তে উলামা হিন্দের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করতেও ছাড়েননি।তৃণমূল সরকারের থাকাকালীন শুভেন্দু অধিকারী অনেক কিছুই পেয়েছেন, কিন্তু আজ তিনি নরেন্দ্র মোদির হাত ধরেছেন, পরে বুঝতে পারবেন তিনি নরকে হাত দিয়েছেন না স্বর্গে হাত দিয়েছেন।