ভিক্টোরিয়ায় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে সামনে ধিক্কার অবস্থান।গতকাল ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্র…
ভিক্টোরিয়ায় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে সামনে ধিক্কার অবস্থান।
গতকাল ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানে থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে হেনস্থা করেছে, তারই প্রতিবাদে রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে ধিক্কার জানায় তৃণমূল কংগ্রেস। ধিক্কার অবস্থানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর মাহমুদ হোসেন, সেক সুফিয়ান, তাপস মাইতি, পার্থসারথি মাইতি, কাজল বর্মণ, ও তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা।তৃণমূলের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র জানান সোমবার পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ দিবস পালন করা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ তার প্রতিবাদে।