Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো ঐতিহ্যবাহী মেদিনীপুর টাউন স্কুলে

*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* যথোচিত মর্যাদায় ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো শতাব্দী প্রাচীন হেরিটেজ প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুলে। ২৬ জানুয়ারি এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা মীরা পাল প্রা…

 


*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* যথোচিত মর্যাদায় ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো শতাব্দী প্রাচীন হেরিটেজ প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুলে। ২৬ জানুয়ারি এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা মীরা পাল প্রারম্ভিক কথা দিয়ে অনুষ্ঠানের দিক নির্দেশ করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের শিক্ষক নিখিল কুমার পাত্র। মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যাঁরা স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেনঃ ব্রজকিশোর চক্রবর্তী, অনাথ বন্ধু পাঁজা, রামকৃষ্ণ রায়, মৃগেন্দ্রনাথ দত্ত। অগ্নিযুগের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো-এঁদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মিবৃন্দ, বৃত্তিমূলক শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নৈমিত্তিক কর্মিগণ। পুষ্পার্ঘ্য প্রদান করা হয় বিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত শহীদ বেদীতে এবং বল্লভপুরে অবস্থিত শহীদ ব্রজকিশোর চক্রবর্তী-র শহীদ বেদীতে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা অনন্যা পান্ডে, অরুণিমা নন্দী, মীরা পাল, মিতালী দাস। 'সার্থক জনম আমার জন্মেছি এই দেশে' রবীন্দ্রনাথের এই স্বদেশ প্রেমের গান পরিবেশন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কবিতা পাঠ করেন শিক্ষিকা অরুনিমা নন্দী ও মীরা পাল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন শিক্ষিকা মালতী সাউ। প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়। সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠানের ধ্রুবপদ বেঁধেছিলেন শিক্ষিকা অনন্যা পান্ডে।