নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : মানবিক মুখ নিয়ে আবারো সমাজসেবা মূলক কাজে এগিয়ে এলেন জঙ্গলমহল এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমা বাউরী ব্রেন টিউমারে আক্রান্ত…
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : মানবিক মুখ নিয়ে আবারো সমাজসেবা মূলক কাজে এগিয়ে এলেন জঙ্গলমহল এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমা বাউরী ব্রেন টিউমারে আক্রান্ত। দারিদ্র সীমার নীচে বসবাসকারী এই পরিবারটির বর্তমান সদস্য সংখ্যা পাঁচ। বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা-বাবা ও দুই শিশু সন্তানকে নিয়ে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন রমাদেবী। বর্তমানে অসুস্থ হয়ে তিনি শয্যাশায়ী। কিছুদিন পূর্বেই স্বামী মারা গিয়েছেন। পিতৃহারা দুই ছোট্ট শিশু ও বৃদ্ধ বাবা-মা রমা দেবীর উপর নির্ভরশীল। কিন্তু রমা দেবী ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় সমস্যার রয়েছে গোটা পরিবার। আর্থিক অসচ্ছলতা কারণে রমাদেবীর চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না। এমতাবস্থায় এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বেশ কিছু হৃদয়বান মানুষ।এই রকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিবারটির সাথে যোগাযোগ হয় হেরম্ববাবুর। খবর পেয়ে এই পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে আসেন বাঁকুড়ার ভূমিপুত্র তথা জঙ্গলমহল এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব বাব।তিনি ব্রেন টিউমারে আক্রান্ত রমাদেবীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা তাদের পরিবারের একাউন্টে পাঠিয়ে দেন।তাঁর এই মানবিক প্রয়াসকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।উল্লেখ্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ববাবু শিক্ষকতার পাশাপাশি বছরভর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন।