Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রিগেডের হাতছানিতে শারীরিক প্রতিবন্ধকতার জয়"

"ব্রিগেডের হাতছানিতে--শারীরিক প্রতিবন্ধকতার জয়"----অমিতাভ গঙ্গোপাধ্যায়হৃদয় থেকে টানলে মানুষ পারেনা---এমন কোন কাজ বোধ হয় নেই।তার ই জলজ‍্যান্ত দৃষ্টান্ত হালিশহরে র বাসিন্দা প্রতিবন্ধী রবি দাস।পুরনো স্মৃতি হাতড়ে বলা যায় বা…

 


"ব্রিগেডের হাতছানিতে--শারীরিক প্রতিবন্ধকতার জয়"----

অমিতাভ গঙ্গোপাধ্যায়

হৃদয় থেকে টানলে মানুষ পারেনা---এমন কোন কাজ বোধ হয় নেই।তার ই জলজ‍্যান্ত দৃষ্টান্ত হালিশহরে র বাসিন্দা প্রতিবন্ধী রবি দাস।পুরনো স্মৃতি হাতড়ে বলা যায় বাম জমানায় এমন কোন ব্রিগেডিয় সমাবেশ ছিল না,যাতে তিনি হজির ছিলেন না।লাল ঝান্ডার ডাক তিনি কোনদিনই উপেক্ষা করতে পারন নি‌।স্রেফ মনের জোর কে সম্বল করে তিনি পৌঁছে যেতেন ব্রিগেডের লাল জনসমুদ্রে।


         তাই এবারও যখন ফ্রন্টের সভা ডাকা হল ২৮শে ফেব্রুয়ারি, তিনিও মনস্থির করে ফেললেন সেই ডাকে সাড়া দেবেন।জন স্বার্থ বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এবং কৃষকদের স্বার্থে ডাকা এই সমাবেশে বামপন্থী প্রায় সব শরিক ই সামিল।


   তাই রবিবার অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি সবাই যখন বাসে,ট্রেনে,স্কুটার -ম‍্যাটাডোরে সময়ের আগে ব্রিগেডের সমাবেশে পোঁছবে,ঠিক তেমনই এই প্রতিবন্ধী ও তার যাত্রা শুরু করে দিয়েছেন নির্দিষ্ট সময়ের চব্বিশ ঘন্টা আগেই।তার তিন চাকার হাতল যুক্ত বিশেষ যানে।লক্ষ্য একটাই--প্রতিবাদী মানুষের মনে লাল ঝড় তোলা যায় কিনা!