Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাপ্রেম পর্যায় - ৬সুদীপ রায়২৩.০২.২০২১................
সুচরিতা,চলো কাল দুজনেই চলে যাইলবটুলিয়ার জঙ্গল ছাড়িয়েরংপো নদীর ধারে।ভেবে দ্যাখোওখানে ঢুলির চরে বেঁধে নেব ঘর। হরিণের মাংস খাব চাঁদের আলোতেদুজনেই স্বল্পবাসে, লহমায় থেমে যাব…

 


কবিতা

প্রেম পর্যায় - ৬

সুদীপ রায়

২৩.০২.২০২১

................


সুচরিতা,

চলো কাল দুজনেই চলে যাই

লবটুলিয়ার জঙ্গল ছাড়িয়ে

রংপো নদীর ধারে।

ভেবে দ্যাখো

ওখানে ঢুলির চরে বেঁধে নেব ঘর। 

হরিণের মাংস খাব চাঁদের আলোতে

দুজনেই স্বল্পবাসে, 

লহমায় থেমে যাবে রাত্রি নিথর।

কী বলছ ?

এ বয়সে মানায়না এসব ?

তা ঠিক  ...  সে কথাও ঠিক। 

তার ওপর  ...  তুমি তো থেকেও নেই।

যখনই তোমার কাছে আসি,

সব কিছু ঠিক ঠাক থাকে,

শুধু তুমি নেই ... কাছে আসি যেই ।

তা হোক ...  যেমনটা ভাবা হল

চলো, কাল চলে যাই লবটুলিয়ার মাঠে।

ওখানে অপেক্ষা খানিক, তারপর

সোজা চলে যাব ... রংপো নদীর ঘাটে।

ওখানে রাত্রি নাকি কাঁপে থর থর,

তা বেশ ....  তা বেশ, 

দুরুদুরু বুকে মিলে মিশে যাবে

আমাদের কম্পিত অধর।

শুনছো কি সুচরিতা, 

চলো কাল চলে যাই ফের একবার

লবটুলিয়ার মাঠে

রংপো নদীর ধার ...