#বিভাগ_কবিতা#শিরোনাম_তোমাদের_জন্যই#লিখনে_বীরেন_আচার্য্য #২৫শে_ফেব্রুয়ারি_২০২১
তোমাদের জন্যই------------------আমাদের শ্রমে তোমাদের মুখের হাসি,সুখের ঘরে বসত ;আরামের সিঁড়ি বেয়ে সহজেই ওঠো দ্বোতলা- তিনতলা- চারতলা….।আমাদের অনশনে তোমাদে…
#বিভাগ_কবিতা
#শিরোনাম_তোমাদের_জন্যই
#লিখনে_বীরেন_আচার্য্য
#২৫শে_ফেব্রুয়ারি_২০২১
তোমাদের জন্যই
------------------
আমাদের শ্রমে
তোমাদের মুখের হাসি,
সুখের ঘরে বসত ;
আরামের সিঁড়ি বেয়ে সহজেই ওঠো
দ্বোতলা- তিনতলা- চারতলা….।
আমাদের অনশনে
তোমাদের বিরিয়ানি, মোগলাই,
সখের কুকুরটাও চিবোয় ঠ্যাং ;
আমাদের 'কুঞ্জ','রাধিকারা' আজও খোঁজে ডাস্টবিন,
ভোটের মায়ের স্তন চাটে সংবিধান...।
আমাদের কান্নায়
তোমাদের মুখে দেঁতো হাসি,
কল্পনার আঁতুরঘরে তোমরা আঁকো রামধনু ;
আর - জনমতে ঠ্যাং তুলে হরিকীর্তন-,
জার্সি বদলে কি আর ঢাকে কান্না ?
আমাদের ভালোবাসায়
পেটে জ্বলে আগুন,তোমাদের নিত্য ফাগুন,
কামনার জলসায় নাচে ভালোবাসা ;
তবুও বেঁচে আছি, মরে মরেও বাঁচতে যে হবেই -
আমাদের বাঁচা তো তোমাদের জন্যই।
------------×----------