#বিভাগ : #কবিতা#শিরোনাম : #শুদ্ধ_জীবন#কলমে : #অমিতাভ#তারিখ : 22/02/2021***************************এত অস্থিরতা,এতো ধ্বংসের পরও নতুন পৃথিবী নির্মাণ হয়নি!মুঠো মুঠো ধুলা, মাটি জড়ো করেযদি তুমি গড়তে চাও সুন্দর শুদ্ধএক…
#বিভাগ : #কবিতা
#শিরোনাম : #শুদ্ধ_জীবন
#কলমে : #অমিতাভ
#তারিখ : 22/02/2021
***************************
এত অস্থিরতা,এতো ধ্বংসের
পরও নতুন পৃথিবী নির্মাণ হয়নি!
মুঠো মুঠো ধুলা, মাটি জড়ো করে
যদি তুমি গড়তে চাও সুন্দর শুদ্ধ
এক নতুন পৃথিবী তবে আমায়
তোমার সঙ্গী করো!
আমিও দেখিনি পৃথিবীর শুদ্ধ ফুল!
জীবনের এই বিস্তারে তোমার
তো কিছু নির্ভীক সৈনিকের প্রয়োজন!
আমার টুকরো পুড়িয়ে তৈরী করো
আরো কিছু নির্ভীক সৈনিক!
ফোটাও শুদ্ধ ফুল, গড় শুদ্ধ জীবন !
নতুন পৃথিবী আলোকিত হোক
এক নতুন আলোতে!
✍️অকবি