Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

গদ্য কবিতা -- কবি কখনও কেমোফ্লেজশ্যামল ব্যানার্জী ২৫/ ০২ / ২০২১
এক স্বভাব কবি হেঁটে ছিলো একদিন একা,এক জন্মগত মানসিক ভবঘুরে। এক কবি, এক নির্লিপ্ত অন্বেষণে, বিশ্ব মানবিক।এক কবি বড় একা মনে, উন্নাসিক চলেছে গভীর প্রত্যয়ে আলোর সন্ধানে।…



 গদ্য কবিতা -- কবি কখনও কেমোফ্লেজ

শ্যামল ব্যানার্জী 

২৫/ ০২ / ২০২১


এক স্বভাব কবি হেঁটে ছিলো একদিন একা,

এক জন্মগত মানসিক ভবঘুরে। 

এক কবি, এক নির্লিপ্ত অন্বেষণে, বিশ্ব মানবিক।

এক কবি বড় একা মনে, 

উন্নাসিক 

চলেছে গভীর প্রত্যয়ে আলোর সন্ধানে। 

কবি বড় একা।  চিরকালীন একা, লক্ষ কোটি মানুষের ভীড়ে। 

 চলনে, বলনে, সামাজিকতায়, অবিন্যস্ত মানুষ এক, 

মননে অন্য পৃথিবী তার সাথে।

ওই যে লোকটা আছে প'ড়ে  দুর্গন্ধ এক নালায় সন্ধ্যের ভাটিখানা থেকে আসার পথে

নেশায় এখন নালায় পোকাদের সাথে,

হয়তো সেখানেই হাজার কবিতা তার জন্ম নিলো,

সে এক কবি নিশ্বাসে,  ভরা বিশ্বাসে এক স্বভাবসিদ্ধ কবি,

যেখানেই থাকে কবিতা  বমন করে।

উগ্র তপা ঋষি জহ্নুর মত গন্ডুষে পান করে পৃথিবীর হলাহল, 

উদাসীন নিশ্চুপ ক্রুন্দন রাখে খোলা অন্ধকারে। 

কবি বড়ো একা।

সৃষ্টির সাথে কথা বলে চুপিসারে, 

শিল্পী যে ভাবে একা হয় ক্যানভাসে , ঝর্ণা হয় একা পাহাড়ের গায়ে,

নদী সাগরের বুকে ,

কবিও একা হয় অন্তরালে নিজের সাথে ,

গভীর মনে।

কবি আসলে এক ক্যামোফ্লেজ। 

কবি এক কষ্টের, এক দুঃখের, 

কবি আনন্দের  যন্ত্রণার,  হাহাকারের, প্রতিবাদের, 

কবি নিজেই কবিতা প্রেমের, 

কবি আসলে এক ক্যামোফ্লেজ।

কবির কবিতা পড়ো, কখনও বুঝতে না পেরে 

ছুড়ে ফেলে দাও,

এক কবির সাফল্য বা ব্যার্থতা তোমাদের হাতে।