Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ~ কবিতা শিরোনামঃ~ মৃত উদ্যানকলমেঃ~ তাপস কুমার বরতারিখঃ~ 26.02.2021°°°°°°°°°°°°  °°°°°✒°°°°  °°°°°°°°°°°°°°
আমি মৃত্যুকে ভালোবেসেছি...তোমার রচিত উদ্যানে।দুঃখের বন্যার সাগর বয়েছি,আঁখি গোপন অন্ধকারে।ভাব…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগঃ~ কবিতা 

শিরোনামঃ~ মৃত উদ্যান

কলমেঃ~ তাপস কুমার বর

তারিখঃ~ 26.02.2021

°°°°°°°°°°°°  °°°°°✒°°°°  °°°°°°°°°°°°°°


আমি মৃত্যুকে ভালোবেসেছি...

তোমার রচিত উদ্যানে।

দুঃখের বন্যার সাগর বয়েছি,

আঁখি গোপন অন্ধকারে।

ভাবনা তুমি বোঝাতে পারবে কি?

বনলতা তোমায় ভালোবেসেছি।

বোবার মতো থমকে দাঁড়িয়ে....

শুধু তোমার কথা ভাবছি।

তুমি বুঝবেনা রমণী....

ওই মৃত্যু আমার সারথী।

আশার ব্যঞ্জনা থমকে গেছে,

কত নিরাশার উষ্ণ মরুদ্যানে।

বুঝবেনা রমণী....

তুমি ইচ্ছের আকাশে সুদূর পিয়াসী।

আমি কান্নার সাগরে ডুব দিয়েছি..

তোমার ইচ্ছের মাড়া বেছানো পথে।

মৃত্যু তুমি বুঝেছো কি...

তোমার ধ্বংসাত্মক মৃত্যু গহ্বরে।

আজ তোমাকেই শুধু খুঁজি..

কত অশ্রু ভেজানো পথে।

তুমি বুঝবেনা রমণী...

মৃত্যুকে ভালোবেসেছি।

কত হিজলের কাঁঠালের বনে...

তোমার প্রেম যৌবন খুঁজেছি।

তুমি বুঝবেনা রমণী...

আজ তুমি অন্যের সারথী।

আমি দুঃখ মাড়িয়ে হাঁটছি...

যাযাবর হয়ে তোমায় খুঁজেছি।

সেদিন তুমি বুঝবে কি?

যেদিন রচিত হবে মৃত্যুর এক প্রেমকাহিনী।

                °°°°°°°°°°°°°°