Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম-স্বপ্ন ও মুনিয়াবালককলমে-রাজেশ কান্তি দাশ তারিখ-০১.০২.২০২১
আমি শুয়ে আছি আমার পূর্বপুরুষের কোলেহাজার বৎসর পেরিয়েওখানে লোবানের গন্ধ নেই; লোবানহীন আঁধারপালক পরেছে তারাদের গলা!
আমি স্বপ্ন কুড়াই মুনিয়াস্বপ্নআমার পূর্বপুরুষের মতোএ…

 


শিরোনাম-স্বপ্ন ও মুনিয়াবালক

কলমে-রাজেশ কান্তি দাশ 

তারিখ-০১.০২.২০২১


আমি শুয়ে আছি আমার পূর্বপুরুষের কোলে

হাজার বৎসর পেরিয়ে

ওখানে লোবানের গন্ধ নেই; লোবানহীন আঁধারপালক পরেছে তারাদের গলা!


আমি স্বপ্ন কুড়াই মুনিয়াস্বপ্ন

আমার পূর্বপুরুষের মতো

এ কালের এক উত্তরপুরুষ মুনিয়াবালক

ধূলো, বালি, কাঁকর থেকে স্বপ্নগুলি পৃথক করি;

তবুও স্বপ্নগুলির জলশিস বন্দি হয় আদিকালের মতো

এ কোন গূঢ় অভিশাপ, ঈশ্বর 

মহাসমুদ্রের পাড়ে?


হে ঈশ্বর---

বোতলবন্দি স্বপ্ন কেন গলে গলে যায় জলের মতো

জলপোড়া বাষ্পের মতো;

ওরাও তো স্বর্গের হিসেব কষবে একদিন তাদের সত্তায়

নরককে পিছনে ফেলে!

মুক্তি চাইবে উড়াল পাখির মতো মহাসমুদ্রের পাড়ে।


০৬.০১.২০২১

দ্ধিপ্রহর-১২.৫৮ মিনিট 

জামতলা, সিলেট 

---------------------------

স্বত্ব সংরক্ষিত