বিভাগ - কবিতানাম - অনূর্বরকবি - শঙ্কর ঘোষতারিখ - 03/02/2021
|| অনূর্বর ||
সন্ধ্যা চিনলো না যে পাখি ,ঘর থেকে তাকে , টেনে বের করো |বার বার তার ঠোঁটে ঠোঁট রেখে বলো - এ সন্ধ্যা শুধু তার |ঈষৎ উজ্জ্বল আকাশ ; জ্যোৎস্নার অধরা কোনো ব্যাপ্ত…
বিভাগ - কবিতা
নাম - অনূর্বর
কবি - শঙ্কর ঘোষ
তারিখ - 03/02/2021
|| অনূর্বর ||
সন্ধ্যা চিনলো না যে পাখি ,
ঘর থেকে তাকে , টেনে বের করো |
বার বার তার ঠোঁটে ঠোঁট রেখে বলো -
এ সন্ধ্যা শুধু তার |
ঈষৎ উজ্জ্বল আকাশ ;
জ্যোৎস্নার অধরা কোনো ব্যাপ্তিতে শুয়ে আছো তুমি |
সময় অলস হয় ۔۔۔۔
আগুন অলস হয় ۔۔۔۔۔
জীবন অলস হয় |
তার চেয়ে ভালো -
অনৈতিক ওই হাওয়া
যা মন্দিরের চূড়া ছুঁয়ে চলে যায় |
চড়ুইভাতিতে ব্যস্ত দুটি বাচ্চা মেয়ে আত্মমগ্ন তখন নিজেদের নিয়ে |
অদমিত স্পৃহা বারবার বলে ওঠে -
কখনো জয়ী হইনি ,
কখনো পরাজিতও হইনি ||