Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

🍁নিমগ্ন স্বপ্নের দেওয়াল🍁
তুমি ভেজা চুলের ঢাল নিয়ে, মুখ ভারকরা-আকাশ হয়ে বসেছিলে পুবের জানালায় ,চড়ুইয়ের চঞ্চলতা, বাতাসের উদ্দামতা কোন প্রভাব ফেলেনি তোমার  উচ্ছলতায়।তোমার উদাসী মনের উঠোনে আমি যেন একদিকভ্রষ্ট ভগ্ন জাহাজের বিষন্ন ক্ল…

 


🍁নিমগ্ন স্বপ্নের দেওয়াল🍁


তুমি ভেজা চুলের ঢাল নিয়ে, মুখ ভারকরা-

আকাশ হয়ে বসেছিলে পুবের জানালায় ,

চড়ুইয়ের চঞ্চলতা, বাতাসের উদ্দামতা 

কোন প্রভাব ফেলেনি তোমার  উচ্ছলতায়।

তোমার উদাসী মনের উঠোনে আমি যেন এক

দিকভ্রষ্ট ভগ্ন জাহাজের বিষন্ন ক্লান্ত নাবিক ,

অনিশ্চিত ভবিতব‍্যের দেয়ালে আটকানো

অদৃশ্য বিষূবরেখায় দোল খায় স্বপ্ন, যা অলীক।

পাতকূঁয়োর হা করা অন্ধকার আমাকে গ্রাস করে 

অহরহ , কিন্তু তোমার বসন্ত আমাকে ডাকে না,

আশ্বিনের হৈমন্তীক সন্ধ‍্যা,রাতের আধার নিয়ে আসে 

তোমার উষ্ণছোঁয়া দুরত্ব রাখে আমাকে স্পর্শ করে না।

ভাঙা মাস্তুলে বসে আমি গির্জার ঘন্টাধ্বনি শুনি, আর 

বিদীর্ণ রাতে ভেসে আসে বিদেহী আত্মার অতৃপ্ত ক্রন্দন,

অশোক - বিম্বিসারের সাম্রাজ্য ছুঁয়ে যে প্রত্নতাত্বিক হাওয়া 

ইতিহাসের ধুলো নিয়ে আসে, সেটাও জাগায় না স্পন্দন।

আমার বিষন্নতা ভরা একাকীত্ব গড়ে যায়  নিভৃতে -- 

আপন নির্ধারিত অন্তহীন পথ , মহাপ্রস্থানের পথে  ,

তোমার সন্ধ‍্যা প্রদীপের মতো নক্ষত্ররা পথ দেখায় 

ভেসে থাকে শত স্মৃতির আলাপ অবরুদ্ধ সময়ের স্রোতে।


***********************************************

🖊 রাজীব মুখার্জী🍁 দিনাঙ্কঃ-- ০৫ • ০২ • ২০২১🍁🍁

***********************************************