দৈনিক সেরা কলম সম্মাননাশিরোনামঃ "লাল রিবন"কলমে- সঞ্জয় বৈরাগ্য১১-০২-২০২১
এক আকাশ কালো মেঘ,হঠাৎ করে বিদ্যুতের ঝলকানিআলুলায়িত তোমার কেশরাজি --লুটিয়ে পড়েছে নববসন্তের আঙিনায়ঝড় কি আসবে ?হয়তঃ বা প্রবল তুফান !যা আমার পৌরুষকে,উড়ি…
দৈনিক সেরা কলম সম্মাননা
শিরোনামঃ "লাল রিবন"
কলমে- সঞ্জয় বৈরাগ্য
১১-০২-২০২১
এক আকাশ কালো মেঘ,
হঠাৎ করে বিদ্যুতের ঝলকানি
আলুলায়িত তোমার কেশরাজি --
লুটিয়ে পড়েছে নববসন্তের আঙিনায়
ঝড় কি আসবে ?
হয়তঃ বা প্রবল তুফান !
যা আমার পৌরুষকে,
উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে তোমার বুকে
আর আমার ধূসর মনকে
করে তুলবে এক রঙিন ক্যানভাস।
আমার সকল তৄষ্ণা জুড়িয়ে করবে শীতল, স্নিগ্ধ ---
হৄদয়ে ফেলবে এক রক্তাভ ছোপ
কিন্তু তা ফিকে হবে না।
জীবনে টেনে দেবো গাঢ় এক লাল দাগ
না, এ আমার মন চুঁইয়ে পড়া রক্তের দাগ নয়।
এ হল, প্রেমের একফালি 'লাল রিবন' ..!!