Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননা শোধনবিভাগ--কবিতাসোমা দত্ত 11/2/2021
পথের দু'পাশে নিঃস্ব শাল, সেগুন, গামারী  বোবা দৃষ্টিতে  আবেদন করে বৃষ্টির। দুরে ধুলোমাখা পাহাড়টা আর হাতছানি দেয় নাঘন জঙ্গল; সোনালী এক চিলতে রোদ্দুর বিবর্ণ পাতাগুলোকে আ…

 


দৈনিক সেরা কলম সন্মাননা 

শোধন

বিভাগ--কবিতা

সোমা দত্ত 

11/2/2021


পথের দু'পাশে নিঃস্ব শাল, সেগুন, গামারী  

বোবা দৃষ্টিতে  আবেদন করে বৃষ্টির। 

দুরে ধুলোমাখা পাহাড়টা আর হাতছানি দেয় না

ঘন জঙ্গল; সোনালী এক চিলতে রোদ্দুর

 বিবর্ণ পাতাগুলোকে আয়না দেখায়,

পোয়তিরা  রক্তশূন্যতায় ভুগছে 

কিছু বীজ সংরক্ষিত শতাব্দীর হাঁড়িতে

আঁকড়ে থাকা কিছু জমিতে চাষা লাঙ্গল চষে

জটেবুড়ি শিরীষ; গণভাষণে ব্যস্ত পরিবেশ শোধন! 

নতুন দিনের খোঁজ সুখের দিনের সাধ

কচিকাঁচাদের খিলখিল সুরেলা কন্ঠে গান

বসন্ত বৌরীর সম্ভাষণ শিরোনামে কোন কবিতা।