ওরা।++++✍🏻জীৎসোমা
সবার একটা আপন আকাশ থাকে,হ্যাঁ, থাকে ওরা জানে।তবে ওরা সে আকাশ পানে চাইতে ভয় পায়,পাছে সাদা মেঘের ভেলায় ভাসতে ইচ্ছে করেওরা যে সংসার করে,ওদের কি আর এসব ভাবলে চলে?ওরা চায়না নীল আসমান পানে,যদি মনটা হয়ে যায় বলাকা…
ওরা।
++++
✍🏻জীৎসোমা
সবার একটা আপন আকাশ থাকে,
হ্যাঁ, থাকে ওরা জানে।
তবে ওরা সে আকাশ পানে চাইতে ভয় পায়,
পাছে সাদা মেঘের ভেলায় ভাসতে ইচ্ছে করে
ওরা যে সংসার করে,
ওদের কি আর এসব ভাবলে চলে?
ওরা চায়না নীল আসমান পানে,
যদি মনটা হয়ে যায় বলাকা আঁকা নীল ক্যানভাস তবে!
ওরা যে স্বামীর মন মানিয়ে চলে
সময় কোথায় বলাকা কিংবা ক্যানভাসের তরে?
ওরা চায়না ভ্রমর কালো নভে
সেথায় যদি দেখা দেয় প্রেমিকের কালো ভ্রমর চোখ!
ওরা সিঁদুরে সিঁথি রাঙ্গায়,
প্রেমিকের চোখ দেখা যে পাপ।
হ্যাঁ,ওরা ওপর দিকে চায় আর ঈশ্বরকে ডাকে
দম বন্ধ করা জীবন যাপনকে কর্তব্যের নাম দেয়।
জীৎসোমা।