কবিতা/১০-০২-২০২১|শিরোনাম ঃ পাহাড়কথা ৷কলমে ঃ গোপেশ রায় ৷
তুমি নদী হলে আমিতো পাহাড় হতে পারি , তোমাকেই আসতে হবে, যেতেও হবে একাএকা পথে ...
আমিতো স্হির স্হবির শুধু কালাকাল সব খবর রাখো , তুমি শুনিয়ে যাও বেদনার গান আনন্দ লহর তুলেপার হও , …
কবিতা/১০-০২-২০২১|
শিরোনাম ঃ পাহাড়কথা ৷
কলমে ঃ গোপেশ রায় ৷
তুমি নদী হলে আমিতো পাহাড়
হতে পারি , তোমাকেই আসতে
হবে, যেতেও হবে একাএকা পথে ...
আমিতো স্হির স্হবির শুধু কালাকাল
সব খবর রাখো , তুমি শুনিয়ে যাও
বেদনার গান আনন্দ লহর তুলে
পার হও , গতিপথে তোল ঢেউজল ...
আমারই বেদনার অশ্রু নিয়ে বয়ে চল
তুমি পলাতকা ক্ষণিকের সৌজন্য কথা
জ্যোৎস্না ভাঙা মেঘ মন চপলতা , নৃত্যরতা ...
ছন্দে আছো তুমি আমিওতোা আগামি
প্রত্যুষের শিলা সূর্যস্নান সারি দেখে নিই
মুগ্ধবতী সে লাবণ্য তোমার অনন্য যুবতি
বুকের খিদে মগ্ন গম্ভীরতা আবেশে বিকাশে ...
তোমাকে আমার সব দিলাম জলজ অক্ষর
পাথর সম্ভার , ভেঙে নিও আপনার করে
আপনার মতো , সব কাজ সারা হলে ফিরে এসো
মেঘমন বালিকা হয়ে কথা বলো কানে কানে
অবিকল নদনদী ভাষে কিছু আকুলতা ...
©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্য ৷
১০-০২-২০২১|