Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সন্মাননাগদ্য কবিতাশিরোনামঃ ভালবাসায় ভরা ফেব্রুয়ারীকলমে- শুক্লা সরকারতারিখ- ১১/০২/২০২১***********************
জন্ম জন্মান্তর থেকে ভালবাসা, গোলাপে জড়ানো।সে বেদনার শরিক হতে চাইনি কখনো, তবুও.....ফেব্রুয়ারিতে পলাশ যে…

 


দৈনিক সেরা কলম সন্মাননা

গদ্য কবিতা

শিরোনামঃ ভালবাসায় ভরা ফেব্রুয়ারী

কলমে- শুক্লা সরকার

তারিখ- ১১/০২/২০২১

***********************


জন্ম জন্মান্তর থেকে ভালবাসা, গোলাপে জড়ানো।সে বেদনার শরিক হতে চাইনি কখনো, তবুও.....ফেব্রুয়ারিতে পলাশ 

যেমন গহনা হতেচেয়েছিল, 

বলেছিল,শান্তিনিকেতনের পাশেই যেন জন্ম হয় বারবার, আশার শীর্ষে কোন অদৃশ্য ফুলেরা   দুলতে থাকে, বলতে থাকে ," সুন্দরের কাছে যেতে নেই! টুকিটাকি ভুল ধরা পড়বেই।"ভালোবাসা কুয়াশা - ঘেরা, ঝাপসা অক্ষর তাতে।

অভিমানী শীত চলে গেলেও, তুমি রাগ করোনা ফেব্রুয়ারী,আঠাশ দিনই তোমাকে ভালোবাসবো। ভালোবাসা খুব দ্রুত 

ডানা মেলতে পারে,

শীত শীত অপরাহ্নবেলা ,ভালোবাসা ঘুম ঘুম -চোখে ইশারায় ডাকে।

পলাশ, শিমূল, কৃষ্ণচূড়া ফুলে ফুলে ছেয়ে যায়,শুধু ভালোবাসা কাছে আসবে বলেই।

শত শতাব্দী,আগুন রঙা ফাগুনের ফুল ফোটা দেখতেই অভ্যস্ত ছিল, আছে, থাকবেও।স্নিগ্ধতার বর্ণলিপি 

চিরকালই ফেব্রুয়ারীকেই

সম্মান জানিয়েছে নতমস্তকে।

আজও রজনীগন্ধার গন্ধ, বাতাবী ফুলের গন্ধ,কোকিলের কুহু-তান,পলাশের রঙ নিয়ে ভালোবাসা বেঁচে থাক,সময়ের ঘড়ি ভেঙে, প্রেমিকের উদাসীনতায়,থাকুক ফেব্রুয়ারীর ক্যালেন্ডারের পাতায়,

আর থাকুক শুধুভালবাসার 

কিছু মুহূর্তের মুগ্ধতায়।


*******************************