অক্ষরগুলো-----------মলয় বাগচী ১২ ফেব্রুয়ারি,২০২০
অ আ ক খ আজও অম্লান শহিদের রক্ত ঝরে,ওরা কেবল অক্ষরই নয় স্মৃতির বেদন ভরে।ওরা বাঁচবে বাংলার প্রেমে বাংলার সুখে দুখে,হাসবে কাঁদবে কথায় ফুঁটবে সব বাঙালির মুখে।অক্ষরগুলো শিশুর লেখা…
অক্ষরগুলো
-----------মলয় বাগচী
১২ ফেব্রুয়ারি,২০২০
অ আ ক খ আজও অম্লান শহিদের রক্ত ঝরে,
ওরা কেবল অক্ষরই নয় স্মৃতির বেদন ভরে।
ওরা বাঁচবে বাংলার প্রেমে বাংলার সুখে দুখে,
হাসবে কাঁদবে কথায় ফুঁটবে সব বাঙালির মুখে।
অক্ষরগুলো শিশুর লেখার প্রথম বাংলা খাতা,
ওরা রচে গৌরব ইতিহাস উৎসব পার্বণ গাথা।
ওরা অক্ষয় চর্যাপদের উত্তরসূরির জন্য,
ওরা জ্বলজ্বল বীর সন্তানের রক্ত দানে ধন্য।
ওরা বাংলার কবিতা গান আর অস্তিত্বের সাক্ষী
বাক্য ধ্বনি সুরের লিপি ভাগ্যের বিশালাক্ষী।
অক্ষরগুলো পবিত্র খুব রক্ত দিয়ে কেনা,
উন্নত শীরে আজ বাঙালির পরিচয়ে চেনা।
অক্ষরগুলো ধমনীধারা বাঙালির প্রাণ পাখি,
এসো আজকে ওদের গৌরব সযতনে রাখি।