Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ০৮/০২/২০২১২৫শে মাঘ ১৪২৭
আলিঙ্গন 
মৌমাছির আলিঙ্গন কজনাই বা বোঝে!
আড় বাঁশি বাজাও হে মহান কুশলী।সুরালাপে জাগে যেন চামেলী।।
অমাবস্যার আঁধারে সাবধানে হেঁটো
অন্তর্দীপ্ত ফুলকির আবেদনে সাড়াদিতে এলেম তো লাগে।…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

০৮/০২/২০২১

২৫শে মাঘ ১৪২৭


আলিঙ্গন 


মৌমাছির আলিঙ্গন কজনাই বা বোঝে!


আড় বাঁশি বাজাও হে মহান কুশলী।

সুরালাপে জাগে যেন চামেলী।।


অমাবস্যার আঁধারে সাবধানে হেঁটো


অন্তর্দীপ্ত ফুলকির আবেদনে সাড়া

দিতে এলেম তো লাগে। লেগে থাকো ভাই...

সৃজন আলোর ছটা জন্ম জন্মাতরে।


ব্রহ্মান্ড ভান্ডারে নানান ইশারাপাত...

স্মরণের চিহ্ণ রাখো আগামীর পথে।


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়