সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ------------ কবিতা কবিতার নাম ---- মনুষ্যত্বের জয় কলমে ----------- তরু তালুকদার তারিখ ----------- ০২/০২/২০২১
কিসের তোর দেমাক এতো ! কিসের বড়াই করিস ? যে কারণে দেমাক রে তোর মিথ্যের অন্ধে মরিস ।
ধন-দৌল…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ ------------ কবিতা
কবিতার নাম ---- মনুষ্যত্বের জয়
কলমে ----------- তরু তালুকদার
তারিখ ----------- ০২/০২/২০২১
কিসের তোর দেমাক এতো !
কিসের বড়াই করিস ?
যে কারণে দেমাক রে তোর
মিথ্যের অন্ধে মরিস ।
ধন-দৌলত টাকা পয়সা
যতই থাকুক তোর ,
মনুষ্যত্ব না-থাকে তোর
পাষণ্ডে তুই বিভোর ।
নিজের স্বার্থে তুই যে কেন
এতোটা অন্ধ থাকিস ?
কারো বিপদে যায়না দেখা,
এখন একটু ভাবিস ।
নিজেকে তুই ভালো মানুষ
করিস কেন দাবী ?
বিবেকের কাছে প্রশ্ন কর
উত্তর তুই পাবি ।
টাকা দিয়ে সব কেনা যায়
মানবতাবোধ নয় ,
মনুষ্যত্ব যদি থাকে রে তোর
তবেই করবি জয় ।