Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#বিষয়_কবিতা# শিরোনাম _গাঁথা#কলমে_পলি ঘোষ#তাং_১.২.২০২১
ভাব আর ভাষা মিলে চটক ভেল্কি বাজীকাঁচামাল বাড়ন্ত মেকি জোকার, বাজী।বন্দুকে ভেল্কি দেখা,দু আঙ্গুল কলমকার্তুজে ব্যথা মিশে ব্যথী বোঝে মলম।শব্দ,ছন্দ,বাক্য মিলে …

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#বিষয়_কবিতা

# শিরোনাম _গাঁথা

#কলমে_পলি ঘোষ

#তাং_১.২.২০২১


ভাব আর ভাষা মিলে চটক ভেল্কি বাজী

কাঁচামাল বাড়ন্ত মেকি জোকার, বাজী।

বন্দুকে ভেল্কি দেখা,দু আঙ্গুল কলম

কার্তুজে ব্যথা মিশে ব্যথী বোঝে মলম।

শব্দ,ছন্দ,বাক্য মিলে সপাট অনুভূতি,

চোখ বন্ধ খোলা মাঠ নিদ্রা আহুতি।

খাদ্য হীন পৃথিবী কবিতা বিকলাঙ্গ,

শক্ত পোক্ত অনুভব মনে মনে অঙ্গ।

প্রতীক বরাদ্দ ধ্বনিকল্প মনে মিশে ফ্যাক্ট

পরিধি ব্যাঞ্জনা গুরুতর অ্যাক্ট।

বিমূর্ত অভিব্যাক্তি ভাবনা রকমারি

স্তরে স্তরে ব্যাঞ্জনা দৃশ্যময় ভারি।

অনুভূতি লীলারস চরণসীমা সাজে

ভাবজগৎ মনোরম কবিতাও বাজে।