Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনবিভাগ _ কবিতা  শিরোনাম _মালা পরানোর দিন....  কলমে _ পারমিতা মহান্ত            🍁🍁🍁🍁এক টুকরো স্মৃতি ফিরে আসে মনের আড়ালে,সোনাঝরা দিনে আটপৌরে শাড়ি পরার রীতি,পিঠের আঁচলে শক্ত গিট্ দেওয়া চাবির গোছাবাড়িময় ঝনাৎ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

বিভাগ _ কবিতা 

 শিরোনাম _মালা পরানোর দিন....

  কলমে _ পারমিতা মহান্ত

            🍁🍁🍁🍁

এক টুকরো স্মৃতি ফিরে আসে মনের আড়ালে,

সোনাঝরা দিনে আটপৌরে শাড়ি পরার রীতি,

পিঠের আঁচলে শক্ত গিট্ দেওয়া চাবির গোছা

বাড়িময় ঝনাৎ ঝনাৎ শব্দে তার পায়চারি।


সে ছবি বহুদিন ফ্রেমে টাঙানো দেওয়ালে,

ঘাড় ঘুরিয়ে দেখার ফাঁকে ভিজে যায় মন!

আনমনে শব্দ শুনি চাবির,মনের পলে!

পরক্ষণেই ফিরে আসা ঘাটে, ব্যস্ত দিনযাপন।


তাপের তারতম্য ঘটে ভোর থেকে ভোরে,

জীবনের দুই অস্ত্র সুখ,দুঃখের হাসি-কান্না।

 এ অস্ত্র ভোঁতা হয়ে আসে নিত্য ব্যবহারে,

ক্লান্ত জীবন বয়ে চলে কিছু ঘ্যানঘ্যেনে বায়না!


এক বসন্তের দিনে চোখ পড়ে দেওয়ালে,

মনে পড়ে পছন্দ ছিল তার জুঁই;

আনা হয় জুঁই এর মালা,জানি তুমি তাকালে!

চোখের পাতায় এক ফোঁটা জল,ব্যাস এ টুকুই!


দিন,মাস,বছর ফিরিয়ে আনে 'মালা পরানোর দিন',

হঠাৎ ঘুম চোখে মাঝ রাতে আলো-আঁধারিতে_

দেওয়ালে আরো একটা ছবি, অন্য এক দিন!

এ ছবি সাজানো ছিল রজনীগন্ধাতে!


মন খুশি হয়!এ ফুল তার যে বড়ো প্ৰিয়,

এ ভাবেই ফ্রেমবন্দী ভালবাসায় শুকোয় অর্পণ!

বছরের মাঝে শুধু একদিন ইতিহাস ঘাঁটে কেউ,

ভাবনা জমে মনে,কীভাবে চোকাবো ভুলের তর্পণ!


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁