Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--বিষের বাঁশীকলমে--নীতা কবি20/2/2021
শ‍্যামল-কিশোর ঝুলনিয়া ঝুলে নব তমালিকা সাথেনাচে শ‍্যামসুন্দর, নাচে বিহগ-বিহগী, ময়ূর-ময়ূরী তাতে।
বৃক্ষ-পল্লব আনন্দে নাচে যমুনার জল সাথেরাধা আমাদের বিধুমুখী, সে যে রাঙ্গা …



সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম--বিষের বাঁশী

কলমে--নীতা কবি

20/2/2021


শ‍্যামল-কিশোর ঝুলনিয়া ঝুলে নব তমালিকা সাথে

নাচে শ‍্যামসুন্দর, নাচে বিহগ-বিহগী, ময়ূর-ময়ূরী তাতে।


বৃক্ষ-পল্লব আনন্দে নাচে যমুনার জল সাথে

রাধা আমাদের বিধুমুখী, সে যে রাঙ্গা হয় লজ্জাতে।


শ‍্যামের বাঁশীটি বাজে মধুসুরে, মন যে লাগে না কাজে

কূলবধু আমি, গোপের দূহিতা এমন কাজ কি সাজে?


ঘরে আছে যে গো জটিলা কূটিলা, তুমি কি জানো না বঁধু?

তাদের এড়ায়ে আসিব কিরূপে বাজে তব বাঁশী শুধু।


ওগো শ‍্যাম, তব পায়ে পড়ি বঁধু আজ নয়, কাল যাবো

কলঙ্কিনী রাধা, এ নাম লয়ে কি সংসারে  ঠাঁই পাবো?


শ‍্যামের লাগিয়া সকলি ত‍্যাজিবে তবে তো শ‍্যামেরে পাবে

রাই-বিনোদিনী, শ‍্যামের গোপিনী, জগতে সে নামে রবে।


শেষে ত্বরা করি আসে রাধারাণী যমুনা পুলীন ধারে

রাধাশ‍্যামের যুগলমিলনে বিনোদিনী লাজে মরে।


Copyright@nitakabi

20/2/2021