Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :   তুমি নাই বলেকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৭ , ০২ , ২০২১
জানি , আজ আরসেই তোমার সাথে--তোমার পাশে হাঁটবো তেমনই--নাই অধিকার ।আজ আমি--একা এক মরুযাত্রী ,আমার কাটে দিন--দুর্ভার ,সাথে এক--দুঃসহ অমারা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :   তুমি নাই বলে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৭ , ০২ , ২০২১


জানি , আজ আর

সেই তোমার সাথে--তোমার পাশে 

হাঁটবো তেমনই--নাই অধিকার ।

আজ আমি--একা এক মরুযাত্রী ,

আমার কাটে দিন--দুর্ভার ,

সাথে এক--দুঃসহ অমারাত্রি ।

তোমার স্মৃতি তথাপি--ছায়া হয়ে

অনুক্ষণ সঙ্গ দেয় আমাকে ,

আমার সাথে--আমার পাশাপাশি পথ হাঁটে ।

ছায়া তোমার ' তুমি ' হয়ে

বলে কথা--অনেক কথা বলে ,

যায় না সে ছেড়ে--কখনও কোন ছলে ।


তুমি ছিলে যেমন সত্যি , তেমনি সত্যি--তুমি নাই ;

সুগভীর অন্ধকারের এই সত্যিটাই

বুকে শ্মশানের চিতা জ্বালিয়ে রেখে

আমাকে পোড়ায় , তীরের ফলা হয়ে

আমাকে বেঁধে--কেবলই বেঁধে ।

তুমি নাই বলে কলেজের সেই ক্লাশরুমটা ,

লাইব্রেরীর রিডিং রুমটা , আধখোলা সেই

ঝোলা বারান্দাটা--দেখি শূন্য ;

রাধাচূড়া ও কৃষ্ণচূড়ার নিচে বাঁধানো বেদিগুলো ,

আম্রকুঞ্জের অনুষ্ঠান-মঞ্চটাও দেখি শূন্য ,

শুধু তোমারই জন্য ।


তুমি নাই বলে থেমে গেছে জীবনের কলরব ,

বাকি যা যা ছিল--কবে হারিয়ে গেছে সেই সব ।

তুমি নাই বলে বৃষ্টিভেজা বিকেলটা হারিয়ে গেছে ,

রোদের সোনামাখা ডানাগুলো খসে গেছে ,

কলমের থেকে ভাষা হারিয়ে গেছে ,

কণ্ঠ শুকিয়ে মরুভূমি--গান ঝরে গেছে ।

তুমি নাই বলে আকাশে চাঁদ ওঠে না ,

বৃষ্টিভেজা বৈকালে ভুলেও কখনো রামধনু ওঠে না ,

ধুলোঢাকা বীণার তারে সেই ঝঙ্কার ওঠে না ,

চন্দ্রমল্লিকার গাছটা ঠিক আছে--একটাও

ফুল আর ফোটে না ।


তবু স্বপ্নে তোমায় দেখি , 

তোমায় স্বপ্নে পাওয়ায়--পাই শান্তি-সুখ ,

বুকে নিয়ে জীবনের কঠিন অসুখ ।

তাই মনে হয়--তুমি নাই যেমন সত্যি ,

তুমি যে আছো--এটাও সমান সত্যি ।

তুমি আছো আমার ভাবনার মিছিলে ,

শূন্যতা হয়ে মহাশূন্যের  নিঃসীম নীলে ।

তুমি আছো তেমনি--কৃষ্ণচূড়ার মাথায় 

অশোক-পলাশের বনে আগুন জ্বেলে ,

বৃষ্টিভেজা চাঁপার বনে--সুবাস ঢেলে ।


তুমি নাই--তুমি আছো ,

উদয়ের পথে অরুণরাগে--তুমি আছো ,

ফাগুনবেলায় ফুলের ফাগে--তুমি আছো ।

তুমি নাই--তবু তোমাকে দেখি দু'চোখ বন্ধ করে ,

দেখি আমার শূন্য আকাশে--ঠিক জ্বলো

শুকতারা হয়ে--নিত্য ভোরে । 

আমি দেখি তোমায় মেঘের মায়ায় ,

দেখি তোমায় বকুল-ছায়ায় ।

আমি মধু জ্যোৎস্নায়--তোমাকে দেখি ,

জোনাক-জ্বলা অন্ধকারে--তোমাকে দেখি ,

দেখি তোমাকে--নদীর বাঁকে বাঁকে বারবার ;

নদীর তীর ধরে যখন একা একা আমি হাঁটি

মাথায় নিয়ে স্মৃতির দুর্বহ বিন্ধ্য পাহাড় ।

আমি বৈশাখী ঝড়ের মুখে--তোমাকে দেখি ,

দেখি ঝড়ে তোমার চুল ওড়ে --আঁচল ওড়ে ;

ঝোড়ো বাতাসে 

আমার ঘ্রাণে--তোমার চুলের গন্ধ আসে ।


তুমি নাই , তবু ভোরের বাতাসে

লেবুফুলের ভরপুর গন্ধে--তোমাকে পাই ,

নিদাঘের বিজন দুপুরের নীরবতায়-তোমাকে পাই ,

বাউল বিকালের রাঙা আলোয়--তোমাকে পাই ,

মনখারাপের বাদলরাতে--তোমাকে পাই ।

বেদনাকে আমি উষ্ণ আলিঙ্গনে জড়াবো বলে ,

কবরের থেকে বারবার--বেদনাকে জাগাই ।


বলছি আমি তাই ,

তুমি পাও বা না পাও--আমাকে ,

আমি তোমাকে পাই।

তুমি না হাঁটো--আমার পাশাপাশি ,

আমি তোমার পাশে হাঁটি ।

তুমি জানো কিনা জানি না--আমি জানি ,

কে কার কাছে--কার বুকে কতখানি ।

হয়তো বা হবে--আজ আর তোমার

প্রয়োজন নাই এতকিছু জানবার ।

-------------------------------------------------------------------