Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

১৫/০২/২০২১
"প্রতিমাতেই মা "   - অরবিন্দ সরকারবহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।
ফুলে ফলে নৈবেদ্য সাজিয়ে,মায়ের পদতলে রাখি।আরতি ধূপধূনো সহকারে ,মালা পড়িয়ে যতনে নজরে আঁখি।মায়ের প্রসাদে আমরা তৃপ্ত!আর গর্ভধারিনী মা ! সে তো…

 


১৫/০২/২০২১


"প্রতিমাতেই মা "

   - অরবিন্দ সরকার

বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।


ফুলে ফলে নৈবেদ্য সাজিয়ে,

মায়ের পদতলে রাখি।

আরতি ধূপধূনো সহকারে ,

মালা পড়িয়ে যতনে নজরে আঁখি।

মায়ের প্রসাদে আমরা তৃপ্ত!

আর গর্ভধারিনী মা ! সে তো 

সবসময়ই আশীর্বাদ করে,।

খেয়ে না খেয়ে রাগ নেই।

সন্তানের মঙ্গল কামনায় রত।

ছেঁড়া বস্ত্র তার কাছে সর্বদা নতুন। উপবাস, লাঞ্ছনা, বঞ্চনার

অত্যাচার মুখ বুজে করেন সহ্য,এটাই তার ব্রত!

মা যে মমতাময়ী। কুপুত্র যদিও হয় তবু কুমাতা কখনো নয়!

মৃত মা হারিয়ে তার শ্রাদ্ধ করি,লোক

খাওয়ায়! 

মৃত মাকে বস্ত্র দান করি, খাদ্য দান করি ও গড় করি।

জীবিত মা জল তেষ্টায় ছটফটে

একগ্লাস জল মুখে নাহি ধরি।

দশমাস কাল গর্ভে বহন, শিশু কালে থেকে উত্তরণে তার নাকানিচুবানি। ওষ্ঠাগত প্রান।

প্রতিমা আনয়নের ধূমধামে ব্যস্ত,

তার প্রতি শ্রদ্ধা গদগদ!ভুলেও করিনা প্রণাম!

 গর্ভধারিনীর পূজা লাগেনা,"মা"

ডাকেই সন্তুষ্ট! 

ক্ষিদে, তৃষ্ণা সব দূরে যাই,

ডাকের আশায় মা চেয়ে রয়,

মা যে আমার শরীরের রক্তে জীবিত।‌

তুমি দেখো প্রতিমাতে!

দেখো সেখানে গর্ভধারিনী সদা বিরাজিত!