সৃষ্টি সাহিত্য যাপন#শিরোনামঃ প্রাক্তনকলমে-শুভাণ্বিতা রায়তারিখ-১৭/২/২১
আমি মানসী, গ্রামে বসবাস করিপড়তাম গাঁয়ের এক নামকরা স্কুলে।যাতায়াত করতাম পায়ে হেঁটেকখনো একা, কখনোও বান্ধবীদের সাথেগাঁয়ের মেঠোপথ ধরে।
অপরূপ লাবণ্যময় এক ছেলে,পথের ধ…
সৃষ্টি সাহিত্য যাপন
#শিরোনামঃ প্রাক্তন
কলমে-শুভাণ্বিতা রায়
তারিখ-১৭/২/২১
আমি মানসী, গ্রামে বসবাস করি
পড়তাম গাঁয়ের এক নামকরা স্কুলে।
যাতায়াত করতাম পায়ে হেঁটে
কখনো একা, কখনোও বান্ধবীদের সাথে
গাঁয়ের মেঠোপথ ধরে।
অপরূপ লাবণ্যময় এক ছেলে,
পথের ধারে দাঁড়িয়ে দেখতো আমায়
স্কুল যাওয়া আসার সময়।
ভাবতাম কুৎসিত কালো আমি ,কেন হবো পছন্দের?
একদিন বান্ধবীদের করি জিজ্ঞাসা
সুমিতা নামের বান্ধবী বলেছিল “গোপাল তোকে ভালোবাসে।”
কত স্বপ্ন বুনতাম বই-খাতা-পড়াশুনা বাদ দিয়ে,
চতুর্দশী আমি, বাস্তব জীবন থেকে বহুদূরে―
দেহে-মনে যৌবনের আগমন,আবেগে ভরা মন।
ভাবতাম,সাদা মনে একদিন লাগবে বসন্তের রঙীন ছোঁয়া
হৃদয় ও মন রাঙিয়ে দেবে লাল পলাশ, কৃষ্ণচূড়ারা
শাখে শাখে সুমধুর সুরে ডাকবে কোকিলেরা।
পাগড়ি বেঁধে আসবে তুমি, টাট্টুঘোড়ায় চেপে , রাজবেশে
রাজকুমারীর বেশে প্রেমের গোলাপ নেবো তোমার হাত হতে
অমন হিজিবিজি ভাবনার পরেই হাসতাম আমি নিজেই।
সেই বান্ধবী বলে আমায় তার বিয়ে হয়ে গেছে ঠিক
স্বপ্নমাখা প্রেমের পাহাড়ে নেমে আসে হিমশীতল অশ্রু।
বুকের বাঁ-দিক দগ্ধ হয়ে বারে বারে।।
কেন দেখতাম মিছে স্বপ্ন?সান্ত্বনা দিতে পারিনি নিজেকে,
মনে মনে বলতাম ঈশ্বরকে
“হে প্রভু! তুমি গোপালকে ভালো রেখো।”