Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাপম্পা বন্দ্যোপাধ্যায়16.02.21
সরস্বতীর প্রসাদ***************আজকে সরস্বতীর আরাধনা,তিথি শ্রীপঞ্চমী,বাগদেবীর আরাধনা, বিদ্যারূপিণীকে প্রণমি ।তোমার আশীর্বাদে হয়েছে যা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি,যেটুকু পারি লিখতে মাগো…



 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

পম্পা বন্দ্যোপাধ্যায়

16.02.21


সরস্বতীর প্রসাদ

***************

আজকে সরস্বতীর আরাধনা,তিথি শ্রীপঞ্চমী,

বাগদেবীর আরাধনা, বিদ্যারূপিণীকে প্রণমি ।

তোমার আশীর্বাদে হয়েছে যা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি,

যেটুকু পারি লিখতে মাগো তোমার দেওয়া সিদ্ধি ।

যেটুকু আয়ত্ত কলাবিদ্যার আঁকা, লেখা আর গান, 

সবই তোমার কৃপায় মাগো, তোমার যে সে দান ।

যেটুকু শুভ বুদ্ধি, প্রজ্ঞা, শুদ্ধ বোধের উন্মেষ,

তোমারই কৃপায় প্রাপ্ত মাগো,মননের অভিনিবেশ ।

শ্বেতপদ্মাসিনা দেবী শ্বেত পুষ্পে শোভিতা,

পলাশপ্রিয়া দেবী, তুমি ব্রহ্মবাদিনী মাতা ।

তুমি গুরুরূপে মাতঃ চক্রেতে বিরাজিতা আমার,

কী গুণে মা পেলাম কৃপা,বেদরূপিণী তোমার ।

তোমার প্রতি নিয়ত মা প্রণত এই চিত্ত,

দিও আজীবন এমনই অপার্থিব এই বিত্ত ।

দান করেছো যে প্রসাদ মাগো সেই পরমানন্দ,

সারাজীবন জুড়ে মাগো দিও দিব্য আনন্দ ।