Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন একুশ মৃগয়া মৃগয়া ২১/২/২১
একুশ মানে প্রভাতভেরী একুশ মানে লালএকুশ মানে সূর্যের ভোর। একুশ মানে পলাশ একুশ মানে শিমুল আর কৃষ্ণচূড়া ডালি।একুশ মানে রজ্ঞিত ঢাকা রাজপথের অলিগলি  একুশ মানে রক্তের নদী।তেরশো নদীর ধারা।এক…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

একুশ 

মৃগয়া মৃগয়া 

২১/২/২১


একুশ মানে প্রভাতভেরী একুশ মানে লাল

একুশ মানে সূর্যের ভোর। 

একুশ মানে পলাশ 

একুশ মানে শিমুল আর কৃষ্ণচূড়া ডালি।

একুশ মানে রজ্ঞিত ঢাকা

 রাজপথের অলিগলি 

 একুশ মানে রক্তের নদী।

তেরশো নদীর ধারা।

একুশ মানে 

বাংলার আলপথ ধান কাউনের ক্ষেত।

একুশ মানে নকশিকাঁথার রূপসী বাংলার দেশ।

একুশ মানে 

বোনের হাতের লাল মেহেদীর পাতার রং

একুশ মানে বেনারসি রক্তে রাঙা ভাইয়ের লাশ।

একুশ মানে রক্তে ছেটানো লাল পোস্টার। আন্দোলনের ধ্বনি। 

একুশ মানে ভেজা শিশিরে সোনালী আলোর রবি।

 একুশ মানে রফিক শফিক 

একুশ মায়ের আঁচল।

একুশ মানে দাওয় বসা বাবার উদাস চোখ।

একুশ মানে নুরুল আমিন

পিট পাতা জীবন্ত পোস্টার। 

একুশ মানে স্বৈরাচারীরা যেন নিপাত যাক। 

একুশ মানে মিছিল মিছিলে বাংলা মায়ের ছেলে।

একুশ মানে বাংলার ধ্বনি অ আ ক স্বর বণের।

একুশ মানে ছেলে হারা মা।

এই বুঝি খোকা এলি।

একুশ মানে ঢাকাসহ সারা বাংলা ছাত্র ছাত্রীর প্রতিবাদী শ্লোগান। 

একুশ মশাল জ্বালো 

আনো মাতৃভাষা অবদান। 

একুশ মানে বাংলার ভূমি 

স্বাধীন বাংলাদেশ।

একুশ মানে মুক্ত পাখির মুক্ত কন্ঠ বেশ।

একুশ মানে শহীদ মিনারে 

শত শত ফুলের তোড়া।

একুশ মানে বাংলার স্বাধীন পতাকা। 

 একুশ মানে আধো আধো বোল শিশুর মুখের ধ্বনি

 একুশ বাংলার মায়ের মুখের মাতৃ ভাষা জানি।

একুশ মানে সংগ্রাম আর একুশ মানে অর্জন

একুশ মানে জাতীয় সংগীত সার্বভৌম রাষ্ট্র 

একুশ মানে স্বাধীন দেশে আমার বাংলা ভূমি।

একুশ মানে সোনার বাংলা আমি তোমার ভালবাসি।

একুশ মানে অমর একুশ একুশে ফেব্রুয়ারি।