Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
#ফাগুন এলো পুষ্প বলে গেল
ডা.শামস রহমান ৩ ফাল্গুন'১৪২৭;১৬/০২/২১
কৃষ্ণচূড়ায় আজ লাগলো যে রঙ,সে তো তোমার অধরে মাখাবনেতে ফাগুন এলো কি সুখে ছড়ালো,দু'জনার চোখে আঁকা!বসন্ত এসেছে আবার চলেও যাবে,ফুল ফোটাতে কি আসবে …

 


সৃষ্টি সাহিত্য যাপন


#ফাগুন এলো পুষ্প বলে গেল


ডা.শামস রহমান 

৩ ফাল্গুন'১৪২৭;১৬/০২/২১


কৃষ্ণচূড়ায় আজ লাগলো যে রঙ,সে তো তোমার অধরে মাখা

বনেতে ফাগুন এলো কি সুখে ছড়ালো,দু'জনার চোখে আঁকা!

বসন্ত এসেছে আবার চলেও যাবে,ফুল ফোটাতে কি আসবে না

লাল হলুদে মেশা কৃষ্ণ-রাধাচূড়া এনে,কুন্তলে কি সাজবে না?

ও যে মনের কথা পড়তে পারে,চোখের ভাষায় কাছে ডাকি

ভালোবাসা যেন দুয়ারে দাঁড়িয়ে, গোলাপগুচ্ছ দেয় উঁকি!


ফাগুনের রঙ দেখেছি দু'নয়নে মাখা, তোমায় কাছে পেয়ে ধন‍্য

অনুরাগে দেখে স্বপ্নীল চোখে,কিঞ্জলে মধুপ হলো বন‍্য!

কোকিলের কণ্ঠে যেন সুধা ঢেলেছিল,তাইতো মন মাতায়

তোমার রূপে রঙ ধরেছে ফাগুন,এসেছে যেন ধরায়!

সখী কুন্তলে কপোলে ফাগুনের রঙ মেখে,এলে তুমি এত কাছে

কি গান শোনাবো তোমায় আজ,এই ফাগুনের মধুমাসে!


একটু ছোঁয়া দিও তোমার পরশে কলি যত,মেলে দেবে তার পাপড়ি 

অধর ঔষ্ঠ মিলবে সোহাগে, ভালোবেসে বলবে আমি তোমারই!

মনে আছে সেই ফাগুন দিনে,পরনে হলুদ হরিৎ সকাল বেলা

দু'জনার দেখা হয়েছিল মধুক্ষণে,যত কথা ছিল না বলা!

আরও একটু না হয় বসলে কাছে,এ প্রহর তো থেমে থাকবে না 

এই একটু পাওয়া সকল চাওয়ার কাছে,সবই তোমার হোক বন্দনা!


#কবিস্বত্ব_সংরক্ষিত।