Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিষয় কবিতা
নিঃসঙ্গ
শুভজিৎ_সিংহ_রায় 
এক নির্লজ্জ নিঃসঙ্গতায় ছেড়ে এসেছি তোমাকে/ সংরক্ষিত ইতিহাস এক ঘড়ি ঘরে শেষ পরিক্রমা সেরে দুটি উদ্বাহু কাঁটা/ বিকল-অঙ্গ স্থির/ ঈশ্বরের আসনে কবেকার নৈবেদ্য ধূপকাঠির দগ্ধ অবশেষ/ আবছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিষয় কবিতা


নিঃসঙ্গ


শুভজিৎ_সিংহ_রায় 


এক নির্লজ্জ নিঃসঙ্গতায় ছেড়ে এসেছি তোমাকে/ সংরক্ষিত ইতিহাস এক ঘড়ি ঘরে শেষ পরিক্রমা সেরে দুটি উদ্বাহু কাঁটা/ বিকল-অঙ্গ স্থির/ ঈশ্বরের আসনে কবেকার নৈবেদ্য ধূপকাঠির দগ্ধ অবশেষ/ আবছা আলপনা/ হলদেটে দিনপঞ্জির পাতায় রূপালি পোকার অবাধ বিচরণ/ রাত হলে কান পেতে শুনি ঘুণপোকার ধ্বংসের গান/ নিজেকেই নিঃসঙ্গ লাগে/ ঘুম আসে শেষ রাতে পাহারাওলার বাঁশির হাহাকারে/ একটু শব্দ খুঁজি/সব শান্তি শান্ত হয় না//

(৩১/০১/২০২১)