সৃষ্টি সাহিত্য উদযাপনকবিতা- সাম্যের দাবীকলমে- ড. ফেরদৌসী বেগমতারিখ- ০১.০২.২০২১
হাজার বছর ধরে শুয়ে আছে গিরিখাদে আবদ্ধ অতলস্পর্শী নদীসূর্য্যের আলো ছুঁয়ে গেলেও তাপ কখনও আসে নেই।ফেরারী বাতাস পথ ভুলে চলে গেছেবদ্ধজলে শুধু লতা গুল্ম জেগ…
সৃষ্টি সাহিত্য উদযাপন
কবিতা- সাম্যের দাবী
কলমে- ড. ফেরদৌসী বেগম
তারিখ- ০১.০২.২০২১
হাজার বছর ধরে শুয়ে আছে
গিরিখাদে আবদ্ধ অতলস্পর্শী নদী
সূর্য্যের আলো ছুঁয়ে গেলেও
তাপ কখনও আসে নেই।
ফেরারী বাতাস পথ ভুলে চলে গেছে
বদ্ধজলে শুধু লতা গুল্ম জেগে থাকে
সবুজ জলে চলে শ্যাওলার প্রজনন
মাছেরা সাঁতার কাটে
দিন আসে দিন যায়
শুধু ভাসে না শরতের ভেলা।
প্রাগৈতেহাসিক বিবর্তনে
অণু পরমাণুর সখ্যতায় সৃষ্ট জীবন
ছুঁতে চায় সবুজ প্রান্তর
দূষণবিহীন, ঝঙ্ঝাবিহীন আকাশে।
ভেজাল, দূষন, অতিমারীতে ক্লিষ্ট জীবন-
নীতিহীন রাজনীতি
শোষণ ও ক্ষুধা তাড়িত জীবন
কেন এতো দুঃখ? কেন এত হাহাকার
মানুষ হয়ে জন্মিয়েও মেলে না অধিকার।
ক্ষুধারবাটি হাতে রাস্তার মোড়ে দাঁড়ানো
ঐ ছিন্নমুকুলের কি অপরাধ?
জলজ-অর্থ শুধুই কি টেনেছে সীমারেখা
বিধাতা শুষে নেও এ জল
গড়ো এক প্রাচীরবিহীন সীমাহীন সমতল
জাগো ব্যাথাতুর সিরিয়ান
জাগো বন্দী ফিলিস্তিনি
জাগো কোটি নিপীড়িত ভুখা জনগন
এসো মুক্তির মিছিলে
এসো শান্তির পতাকাতলে
পাখিরা গাও সাম্যের গান
এক পৃথিবী আর এক সূ্র্য্যে
নেই ভাগাভাগি, নেই ব্যবধান।