Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন মা সরস্বতী কলমে - সব্যসাচী প্রামানিক১৭/০২/২১মাগো তোমার পা টি আমার মাথার পরে রাখো,সকল কাজে ভাবনা মাঝে বিরাজ করে থাকো !কৃপার ছলে যার কপালে দয়া তোমার আছে, মহাকবির রূপে সে স্থির থাকে জগৎ কাছে ! শিল্পী জনে তোমার দা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

মা সরস্বতী 

কলমে - সব্যসাচী প্রামানিক

১৭/০২/২১

 

মাগো তোমার পা টি আমার মাথার পরে রাখো,

সকল কাজে ভাবনা মাঝে বিরাজ করে থাকো !

কৃপার ছলে যার কপালে দয়া তোমার আছে, 

মহাকবির রূপে সে স্থির থাকে জগৎ কাছে ! 

শিল্পী জনে তোমার দানে সৃজন করে সবে, 

সরস্বতী মাতার মতি আছেই বলে তবে ।

বীণাপাণির রূপে গুণীর গুণ কে তুলে ধরো,

ত্রিভুবনের শ্রী মননের আকর খানি ভরো ! 


তুমিই দিলে বিদ্যা মিলে পড়াশোনায় মন,

জগৎ মাঝে সৃজন কাজে সার্থক জীবন !

মাগো তোমার কৃপা আমার জীবন পরে ঢালো-

বুদ্ধি লাগি ভিক্ষা মাগি জ্ঞানের দীপ জ্বালো । 

এখন যারা পড়ছে তারা তোমার কৃপা পায়,

পড়ার শেষে কর্মে এসে তুমিই যে সহায় !

তুমি সিদ্ধা মহাবিদ্যা তুমি ই বাগদেবী, 

বিশ্ব ত্রাতা জগৎ মাতা তব চরণ সেবী !