Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

# বিভাগ = কবিতা # শিরোনাম = কে আমার, কি আমার? # কলমে = প্রশান্ত কুমার শীল # তারিখ = ১৬/০২/২০২১********************************************************জন্ম লয়ে এই ধরাতে বদ্ধ হলাম মায়াজালে, ভাবিনি তো ভবিষ্যতেকি আছে মোর কপালে।
সবই ভা…

 


# বিভাগ = কবিতা 

# শিরোনাম = কে আমার, কি আমার? 

# কলমে = প্রশান্ত কুমার শীল 

# তারিখ = ১৬/০২/২০২১

****************************

****************************

জন্ম লয়ে এই ধরাতে 

বদ্ধ হলাম মায়াজালে, 

ভাবিনি তো ভবিষ্যতে

কি আছে মোর কপালে।


সবই ভাবি আমার আমার 

কাটাই নিজের দেমাকে, 

অহংকার , লোভ, সংকীর্ণতা 

ধরল ঘিরে আমাকে।


আমার টাকা, আমার বাড়ি

আমার সন্তান , জায়া, 

বুঝিনিতো সবই মিথ্যে 

এ সকলই মায়া।


শেষের দিনে সে'জন বিনে 

আপন তো কেউ নাই, 

একদিন এই সাধের দেহ 

পুড়ে হবে ছাই।


পরে রবে এ ঘরবাড়ি 

ডাকবে না কেউ আর, 

দুরে রবে আপনজনেরা 

সাধের এ সংসার।


যাদের আমি আপন ভেবে 

দিয়েছিলাম সব, 

শেষের দিনে বলবে তারাই

ছুঁস না রে ওই শব।


আমার আমার কোরনা কেউ 

কষ্ট অনেক পাবে, 

জেনে রেখো সকল ছেড়ে 

একদিন চলে যেতে হবে।

***********************

***********************