কবিতা -- মন্ত্রপুতঃ গণতন্ত্রে জয়দেব মাইতি (২৭/০২/২০২১)
আরে, এসব হচ্ছেটা কি! রাজনীতিটা বাঁধছে বাসা বাজের বাসায়! সুযোগ বুঝে লুটছে সবই মুখোশ ঢেকে, ভাঁওতাবাজি ধান্দাবাজি আত্মসাৎ আর স্বজন-পোষণ গ্রাস করেছে মানব ধর্ম, খেলছে ও…
কবিতা -- মন্ত্রপুতঃ গণতন্ত্রে
জয়দেব মাইতি (২৭/০২/২০২১)
আরে, এসব হচ্ছেটা কি!
রাজনীতিটা বাঁধছে বাসা বাজের বাসায়!
সুযোগ বুঝে লুটছে সবই মুখোশ ঢেকে,
ভাঁওতাবাজি ধান্দাবাজি আত্মসাৎ আর
স্বজন-পোষণ গ্রাস করেছে মানব ধর্ম,
খেলছে ওরা সমাজবদ্ধ মানুষ নিয়ে -
সমাজ সেবার সুযোগ পেয়ে গিলছে সবই
ছিটে-ফোঁটা ছড়িয়ে দিয়ে লুঠতরাজের
পেশায় মেতে লুঠছে দেশের মান-সম্মান!
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চড়িয়ে সদাই
নিত্য-নতুন ফন্দি-ফিকির যুদ্ধে জেতার
অস্ত্র সানায় অসংযত বাক্য-বাণের
মিথ্যে প্রলাপ ঝুরি ঝুরি উগরে দিয়ে,
রক্ত-ঝরা স্বাধীনতা বিকোচ্ছে আজ -
বিকৃত সব স্বার্থপরে সদলবলে রাজধর্মে
লিপ্ত হয়ে রাজার-বেশে রাজ-ভিখিরী
ভোট-পাত্রে প্রতিশ্রুতির ধাপ্পা মুড়ে!
ছাপ্পা শেষে পাঁচটি বছর জবাই হবেই
নির্বিশেষে অমৃতস্যঃ সন্তানেরা জেনে শুনে -
কুলুপ এঁটে মান-ইজ্জৎ লুটিয়ে পায়ে!
-- ফিরে দেখা --