Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম #_দেওয়াল কলমে : অর্ঘ্য মজুমদার তারিখ : ১৭-০২-২০২১
একটা দেওয়াল কি ভোলাতে পারে      এই না দেখা ভালোবাসা আমাদের ,ভোলাতে পারে কি এই প্রেম    অহীংস আন্দোলনে এই কারাবাস ?এই অপমান , রাজদ্রোহীতা ,            …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম #_দেওয়াল 

কলমে : অর্ঘ্য মজুমদার

 তারিখ : ১৭-০২-২০২১


একটা দেওয়াল কি ভোলাতে পারে 

     এই না দেখা ভালোবাসা আমাদের ,

ভোলাতে পারে কি এই প্রেম 

   অহীংস আন্দোলনে এই কারাবাস ?

এই অপমান , রাজদ্রোহীতা ,

               এই প্রতিবাদ ইংরেজদের ।


সেন্ট্রাল জেলের এই দেওয়ালে 

          লিখে যাচ্ছি কবিতা আমার 

ও বাতাস তোমার দু বাহু ঊর্ধ্বে তুলে 

     পার করে দিও এই কবিতার ভাষা ,

বলো তারে দেওয়ালের ছিদ্রপথে 

        যে গন্ধ পায় সে কৃপণ আলোয় 

সে আর অন্য কিছু নয় অন্য কারো নয়

 আমারই হ্যাঁ হ্যাঁ আমারই গায়ের গন্ধ

                    নয় কোন পরপুরুষের ।

 

না না স্বাধীনতা চাই না আমি

            চাইনা মুক্তি এই জীবনের 

   জেলখানা ছাড়িয়ে বাঁচো তুমি 

এই নবান্নের মাঠে আর গানে সবুজের ।

   

সময়ের খুরে হারিয়েছি আমি 

            আমার জীবনের আশ্বাস 

তুলেছি দেওয়াল আরামের 

       দেওয়াল , শুধু দেওয়াল 

পিতৃত্বের দেওয়াল , স্নেহের দেওয়াল    

           বৃদ্ধাশ্রমের দেওয়াল 

           অবশ করেছে আমাকে ।


 বৈশাখী মাঠে ভাঙ্গা নদীর বাঁকে

     গড়েছো যে নব পাঠশালা জীবনের 

খুঁজে দেখো সেইখানে সেই ক্লাস ঘরে 

       প্রথম বেঞ্চে বসে আছে 

                 সকলের স্বপ্ন আমাদের 

     জেলখানার এই উচ্চ দেওয়ালে 

     বাঁধা থাক আমাদের প্রেম স্বপ্নের ।