Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

# সৃষ্টি সাহিত্য যাপন
#শিরোনামঃ জীবন ক্যানভাস# কলমেঃ সোমা ব্যানার্জী# ১৭/০২/২০২১
সাদা পাতায় কিছু কালোকালির আঁচড়ধুসররঙা সন্ধ্যায় ঝুঁকে পরা  বোগেনভেলিয়ার সাথে ঘাসফুলের নিষিদ্ধ প্রেম।ক্লান্ত বন্ধ চোখের পাতায় হাজার প্রেমের  খোলা চিঠির …

 


# সৃষ্টি সাহিত্য যাপন


#শিরোনামঃ জীবন ক্যানভাস

# কলমেঃ সোমা ব্যানার্জী

# ১৭/০২/২০২১


সাদা পাতায় কিছু কালোকালির আঁচড়

ধুসররঙা সন্ধ্যায় ঝুঁকে পরা  বোগেনভেলিয়ার সাথে ঘাসফুলের নিষিদ্ধ প্রেম।

ক্লান্ত বন্ধ চোখের পাতায় হাজার প্রেমের  খোলা চিঠির নীলরঙাখাম।

আমি হেঁটে চলেছি শতসহস্র ছায়াপথ একাকী নির্জন আলোআধাঁরি চোরাপথে।

পথের পরে এঁকে চলেছি কাঠকয়লার পেন্টিং,

আমি হতে চাইনি পিকাসো কিংবা ভিঞ্চি

সাদা ক্যানভাস ছেড়ে

আমার সৃষ্টি মিশেছে নির্জন পথের ধুলোয়।

বাক্সবন্দী স্বপ্নগুলো ছোট্ট ডানায় ছুঁতে চায় নীল আকাশ

বাস্তবের কঠিন পেরেকে সে বাক্স আজ কফিনসম,

 দূরে সূর্যের তাপে ঝলসানো হলদেটে ঘাসেরা বৃষ্টির সোহাগে আদুরে ষোড়শী।

বিস্তীর্ণ নদীর বুকে দিনশেষে দিবাকরের

রঙীন হোলিখেলা।

ধীরে ধীরে  ক্ষয়ে যাওয়া একটা দিন,

আমার অস্তিত্বটুকু নিয়ে বড় বেশি বাস্তব  হয়ে বেঁচে আছি আজও,

প্রতি মুহূর্তে বেঁচে থাকার উদযাপন 

বিষন্নতার জন্মদিন।

আদুরে বেগনভেলিয়া কাঠচাঁপার প্রেমে লজ্জায় বেগুনি,

আজ এ প্রহরে বুঝি এক প্রেমের জন্মদিন।