Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিষয়-কবিতাশিরোনাম-ভালোবাসা কারে কয়কলমে-মাধবী বিশ্বাস১৭.২.২০২১
ও প্রিয় বলো নাভালোবাসা কারে কয়?যেটা তুমি আমার সাথে করেছো সেটাকে?নাকি আমি তোমার সাথে করেছি সেটাকে?বলো না প্রিয়ভালোবাসা কারে বলে।ভালোবাসার নামে কর…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিষয়-কবিতা

শিরোনাম-ভালোবাসা কারে কয়

কলমে-মাধবী বিশ্বাস

১৭.২.২০২১


ও প্রিয় বলো না

ভালোবাসা কারে কয়?

যেটা তুমি আমার সাথে করেছো সেটাকে?

নাকি আমি তোমার সাথে করেছি সেটাকে?

বলো না প্রিয়

ভালোবাসা কারে বলে।

ভালোবাসার নামে করেছো তুমি।

 আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক।

ছল কপোট অভিনয় মিথ্যা প্রতিশ্রুতি করে।

আমার সত্যি ভালোবাসা কে করেছো 

তুমি কলঙ্কিত।

অনেক বিশ্বাস আর ভরসা করে তোমার হাত আমি ধরেছিলাম।

স্বপ্ন দেখেছিলাম

 সুখের একটা ছোট্ট ভালোবাসার ঘর বাঁধার।

এক সাথে হাঁটতে চেয়েছিলাম।

জীবনের বাকি সময় টুকু।

কিন্তু তোমার মিথ্যা ভালোবাসা ।

সব আশা ভরসা আর স্বপ্ন গুলো ভেঙে তচনচ করে দিল।

তুমি তো আমাকে ভুলে গেছো তোমার মত করে।

কিন্তু কি করে সব ভুললে তুমি

সেটা জানতে বড্ডো ইচ্ছা করে।

আমি রোজ নানা ভাবে চেষ্টা করে চলেছি ।

তোমাকে ভুলে 

নতুন করে জীবন শুরু করার।

কিন্তু আমার সব চেষ্টা বিফল হয়ে যায় রোজ।


 কতবার চেয়েছি তোমাকে ঘৃনা করতে।

কিন্তু সেটাও পারলাম না ।

আমি আজও পর্যন্ত।

রাত তো আমি আজও জাগি 

আগের মত করে।

কিন্তু আগে জাগতাম খুশিতে।

আর এখন জাগি চোখে জল আর বুকে ব্যথা নিয়ে।

যদি পারো একটি বার 

এক মুহূর্তের জন্য দেখে যাও।

কেমন আছি তোমাকে ছেড়ে।

যেখানেই থাকো ভালো থেকো।

তোমার কাছে চাই না কিছু আমি।

শুধু জানতে চাই।

ও গো প্রিয় বলো না।

ভালোবাসা কারে কয়?

ভালোবাসা কি সত্যিই ভোলা যায়?