Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা - অনিবার জয়দেব মাইতি (১২/০২/২০২১)  (৩+২+৩+২+৩+৪ মাত্রাবৃত্তে)
চলার পথে পথের বাঁকে এমন কিছু হয় -  নিছক ভেবে এগিয়ে গেলে ভুগবে সুনিশ্চয়।  পেছন ডাকে পেছন ফিরে দেখবে তুমি যেই - চলতে হলে সামনে - মনে খটকা লাগবেই। অনেক কথা এড়িয়ে চলি…

 


কবিতা - অনিবার 

জয়দেব মাইতি (১২/০২/২০২১)  

(৩+২+৩+২+৩+৪ মাত্রাবৃত্তে)


চলার পথে পথের বাঁকে এমন কিছু হয় -  

নিছক ভেবে এগিয়ে গেলে ভুগবে সুনিশ্চয়।  

পেছন ডাকে পেছন ফিরে দেখবে তুমি যেই - 

চলতে হলে সামনে - মনে খটকা লাগবেই। 

অনেক কথা এড়িয়ে চলি মনের জোরে ভাবি - 

কথার কথা হয়তো হবে আঁতেল যত সবি।  

তবুও যবে পথটি কেটে বিড়াল চলে যায় - 

পথের মাঝে থামিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ি ঠায়।  

বিজ্ঞান হীন - মনের ভয়ে মানলে ক্ষতি নাই - 

ঘটলে কিছু বলবে সবে শোনেনি বাধা তাই। 

বিপদ এলে নিষেধ বাধা বিফল সব মানা -  

ইচ্ছের শক্তি প্রবল হলে সফল হয় জানা। 


                    -- পথের বাঁকে --