Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।কবিতাঃ-ভাবি আনমনেকলমেঃ-বিমান বিশ্বাসতারিখঃ-১২/০২/২০২১
কত দিন হলো তোমায় মনে পড়ে না!আমি আজো দীপ্ত মনে ভাবিভাবি আমি মনে মনে আনমনে,কেনো আজ এমন হলোহলে তুমি অচেনা। 
সাঙ্গ হলো আমার মেঘের আনাগোনাশুরু হলো বৃষ্টির আলপনা…

 




সৃষ্টি সাহিত্য যাপন।

কবিতাঃ-ভাবি আনমনে

কলমেঃ-বিমান বিশ্বাস

তারিখঃ-১২/০২/২০২১


কত দিন হলো তোমায় মনে পড়ে না!

আমি আজো দীপ্ত মনে ভাবি

ভাবি আমি মনে মনে আনমনে,

কেনো আজ এমন হলো

হলে তুমি অচেনা। 


সাঙ্গ হলো আমার মেঘের আনাগোনা

শুরু হলো বৃষ্টির আলপনা

হৃদয়ে আমার,

তরুণ অশ্বের মতো কেনো আজ

কেনো আজ জেদি হলো মনের দুয়ার?


আমি না;

ঘৃণ মাকড় বিস্মৃতির জাল বুনেছি

চির ধরা হৃদয়ের চৌকাঠে।


আমি চেয়ে চেয়ে দেখি;

তুমি আর আগের মতন---

লাজে রাঙা লাল টিপ নও,

নও তুমি সুগন্ধি সৌরভের আধার

নও তুমি আলতো ঠোঁটে উষ্ণতার আঁচড়!


আজো আমি নিস্তব্ধতায় শুনি চূর্ণ অভিমান

সুনরম তোমার হাসির শ্রাবণ,

মনের আয়নায় খুঁজি আজো 

অলস দুপুর।

খোলা চুলের দুষ্টুমি আর

বিন্দু বিন্দু উষ্ণ ঘামের শিশির!


এ আমার মিছে বাহানা নয়,

অবহেলিত প্রেমের লুন্ঠিত ভালোবাসার আগুনে উত্তাপ!

ভাঙা হৃদয়ের বারুদে হুংকার, আর

অমাবস্যার শিকার বিহীন মনের 

মিথ্যে সান্ত্বনা।