Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন

হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে শ্যামল আদক ইস্তফা দেওয়ার পর  নতুন চেয়ারম্যান ঠিক করতে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।
গত ১৫ই জানুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্য…

 




হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে শ্যামল আদক ইস্তফা দেওয়ার পর  নতুন চেয়ারম্যান ঠিক করতে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।


গত ১৫ই জানুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃনমূল নেতা শ্যামল আদক। ব্যক্তিগত কারনে ইস্তফার কথা বললেও দলের মধ্যে বেশকিছুদিন ধরে শ্যামলের বিরুদ্ধে ক্ষোভ তৈরী হচ্ছিল। 

এমনকি শ্যামলকে প্রকাশ্যে সভায়, দলীয় মিটিং-এ একাধিকবার হেনস্থার শিকার হতেও হয়েছিল। এই অবস্থায় তিনি গত ১৫ই জানুয়ারি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। আজকে সেই নিয়ে তলবি সভায় বসে হলদিয়া পুরসভার কাউন্সিলররা।

 হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল সভাপতি সৌমেন মহাপাত্র। ২৯ আসন বিশিষ্ট হলদিয়া পুরসভার ২০১৭ সালে পুর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃনমূল কংগ্রেস। তবে আজকের বৈঠকে ২৯ জন কাউন্সিলরের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। বাকি ৬জন ব্যক্তিগত কারনে আজকের সভায় হাজির ছিলেন না বলে পুরসভা সূত্রে খবর। 

তবে আজকের এই বৈঠক থেকে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ৫ ই ফেব্রুয়ারি পরবর্তী সভা করে চেয়ারম্যান ঠিক করা হবে বলে জানান জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। 


 তবে হলদিয়া পুরসভা সূত্রে খবর চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ২৯ নং ওয়ার্ড়ের বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল এবং হলদিয়া পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সুধাংশু মন্ডল। তবে শেষ পর্যন্ত্য কার ভাগ্যে শিকা ছেড়ে সেটাই এখন দেখার বিষয়।