Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবনীতে ছত্রছায়া গ্রুপের উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির*

নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর* মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো ছত্রছায়া ফেসবুক গ্রুপ।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী কেন্দ্রীক "ছত্রছায়া"সোশ্যাল মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠা দিবস উপলক…

 


নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর* মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো ছত্রছায়া ফেসবুক গ্রুপ।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী কেন্দ্রীক "ছত্রছায়া"সোশ্যাল মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি রেলওয়ে কমিউনিটি হলে। 


এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার গোপাল বিশ্বাস ,শালবনি ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার দাস, শালবনি নীচু মঞ্জরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী ভাওয়াল, বিশিষ্ট সমাজসেবী শ্যামল ঘোষ,ও সন্দীপ সিংহ, সুশান্ত পারিয়াল,মণিকাঞ্চন রায়,সেক ইসমাইল, অঞ্জন ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছত্রছায়া গ্রুপের পক্ষে নতুন ঘোষ জানান,এ দিন স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে পাঁচ শতাধিক মানুষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান পাশাপাশি ৭৫ জনের বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পায়েল সামন্ত। এদিনের শিবিরটিকে সাফল করতে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করেন ডাঃ এইচ এম এম আলম,ডাঃ সৌমেন্দু পাত্র,ডাঃধনঞ্জয় হাঁসদা,ডাঃদীপক মান্ডি

ডাঃ এস সর্দার,ডাঃ এস আর মাইতি প্রমুখ চিকিৎসকগণ। এছাড়া এই শিবিরে ঘাটাল লায়ন্স ক্লাবের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।