Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে রেল অবরোধ করে বিক্ষোভ বামেদের

নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজা কে খুঁজে বের করার দাবিতে কোলাঘাটে রেল অবরোধ করে বিক্ষোভ বামেদের
কোলাঘাটঃ  গত ১১ ই ফেব্রুয়ারী  বাম ছাত্র সংগঠন  তাদের দাবিদাওয়া নিয়ে নবান্ন অভিযানে যায়। সেই অভিযানকে লক্ষ করে পুলিশের লাঠিচার্জ, জলকা…

 


নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজা কে খুঁজে বের করার দাবিতে কোলাঘাটে রেল অবরোধ করে বিক্ষোভ বামেদের


কোলাঘাটঃ  গত ১১ ই ফেব্রুয়ারী  বাম ছাত্র সংগঠন  তাদের দাবিদাওয়া নিয়ে নবান্ন অভিযানে যায়। সেই অভিযানকে লক্ষ করে পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ব্যবহার করে। নবান্ন অভিযানে বাম কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে  মইদুল ইসলাম  মিদ্যা নামে এক যুবকের মৃত্যু  হয়। সেই সাথে অভিযানে অংশগ্রহণকারী পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের দীপক পাঁজা নিখোঁজ  হয়ে যায়। মইদুলের খুনিদের  ও নিখোঁজ  দীপককে খুঁজে বের করার দাবিতে বৃহস্পতিবার  কোলাঘাটে  রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম সংগঠন। অবরোধে নেতৃত্ব দেন স্থানিয় বিধায়ক ইব্রাহিম আলি, বাম নেতা পরিতোষ পট্টনায়ক  সহ অন্যান্যরা।  অবরোধের ফলে দীর্ঘক্ষণ  হাওড়া লাইনে রেল আটকে পড়ে।  রেল পুলিশের চেস্টায় অবরোধ উঠে যায়। অবরোধকারীদের দাবি মইদুল খুনের সাথে জড়িতদের চিন্নিত করে তাদের সাজার ব্যবস্থা করতে হবে সেই সাথে পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের নিখোঁজ  দীপক পাঁজা কে দ্রুত খুঁজে বের করতে হবে। তা যদি না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বামফ্রন্ট।