Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সংশপ্তক-এর উদ‍্যোগে ভাষা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া : ২১শে ফেব্রুয়ারি, রবিবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্প নগরী হলদিয়ার ঐতিহ্যবাহী নাট‍্য দল 'সংশপ্তক' হলদিয়ার মাখনবাবুর বাজারে নিবেদন করলো তাদের শ্রদ্ধার্ঘ্য "অমর একুশে"।সংস্থ…



নিজস্ব সংবাদদাতা, হলদিয়া : ২১শে ফেব্রুয়ারি, রবিবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্প নগরী হলদিয়ার ঐতিহ্যবাহী নাট‍্য দল 'সংশপ্তক' হলদিয়ার মাখনবাবুর বাজারে নিবেদন করলো তাদের শ্রদ্ধার্ঘ্য "অমর একুশে"।সংস্থার সম্পাদক কুনাল নন্দ জানান,১৯৫২ এর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং বাংলা ভাষা চর্চার মাধ্যমে মাতৃভাষার সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে তার প্রসারে উদ্যোগী হবার এটি একটি আন্তরিক প্রয়াস।এই অনুষ্ঠানে আয়োজক সংস্থার পক্ষ থেকে একটি অনিন্দ্য সুন্দর কবিতার কোলাজ উপস্থাপন করা হয় "আ-মরি বাংলা ভাষা" শিরোনামে।অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মারকের সামনে রাখা বটবৃক্ষকে ভাষা বৃক্ষ রূপে কল্পনা করে তাতে জল দান প্রক্রিয়া চলে।এর পর 'বাংলার মাটি,বাংলার জল/বাংলার বায়ু,বাংলার ফল' বঙ্গভঙ্গের সময় রচিত এই গানের পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানে শুরু হয়।ভাষা আন্দোলনের ইতিহাস এবং আজকের বাংলা সাহিত্য ও বাংলা ভাষার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সুজাতা বেরা।হলদিয়া উপনগরীর কয়েকজন স্থানীয় কবি স্বরচিত কবিতা পাঠ করেন।নাট্যদলের সব সদস্যরা মিলে 'আমার সোনার বাংলা' ও 'এবার তোর মরা গাঙে বান এসেছে' প্রভৃতি রবীন্দ্রসঙ্গীতের উপস্থাপনা করেন সোমা নন্দ।বাংলা বর্ণমালার স্বরবর্ণ ও ব্যঞ্জন  বর্ন গুলি দিয়ে অন্যস্থান মঞ্চ সাজানো হয়,আল্পনা অঙ্কন করা হয়,অংশগ্রহনকারী সকল সদস‍্য ও সদস‍্যা সাদা পোশাকে ও উত্তরীয়ে সজ্জিত ছিলেন।ভাষা আন্দোলনের গুরুত্ব ও অনুষ্ঠানের মৌলিক উদ্দেশ্যের কথা বলেন কৃষ্ণেন্দু মাইতি।ছোটরাও একটি মজার কবিতার সংকলন আবৃত্তি করে শোনায়।অনুষ্ঠানের শেষে সমবেতভাবে গাওয়া হয় প্রতুল মুখোপাধ্যায় এর বিখ্যাত গান "আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই"।উপস্থিত দর্শকদের অনেকেই গলা মেলালেন প্রানের টানে।শেষে সবাই অঙ্গীকার করেন বাংলা ভাষার মর্যাদা আমরা রক্ষা করবোই।