নিজস্ব সংবাদদাতা, কেশপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে পালিত হলো মাতৃভাষা দিবস। রবিবার ভাষা দিবসের দিন মুক্তধারা-র উদ্যোগে কেশপুর ব্লকের আনন্দপুরে অনুষ্ঠিত হয়ে গেল "মুক্তধারা"-র ১ম বর্ষ উদযাপন,স্বেচ্…
নিজস্ব সংবাদদাতা, কেশপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে পালিত হলো মাতৃভাষা দিবস। রবিবার ভাষা দিবসের দিন মুক্তধারা-র উদ্যোগে কেশপুর ব্লকের আনন্দপুরে অনুষ্ঠিত হয়ে গেল "মুক্তধারা"-র ১ম বর্ষ উদযাপন,স্বেচ্ছায় রক্তদান শিবির ও আনন্দপুর গ্রগতিশীল গ্রামীণ চিকিৎসকবৃন্দের সম্বর্ধনাজ্ঞাপন।এদিন ৫ জন মহিলা সড় মোট ৩৫ জন রক্তদান করেষ।রক্তদানের সাথে সাথেই রক্তদাতাদের হাতে একটি করে গাছ ও পুস্পস্তবক দেওয়া হয়।
এর সাথেই কোভিড যোদ্ধা হিসেবে ২৭ জন প্রগতিশীল গ্রামীণ চিকিৎসকদের হাতে বিশেষ শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার ও শিক্ষক অশোকদেব অধিকারী,গ্রামীন চিকিৎসক সংগঠনের সম্পাদক ড. দিলীপ পান মহাশয়,সমব্যথীর কর্নধার ফাকরুউদ্দিন মল্লিক। মুক্তধারা'র পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অনিমেষ দত্ত,সভাপতি অনিন্দ্য বেরা,সঞ্জয় সখা চাবরী, সৌরভ কোলে,সোমাশ্রী নন্দী, অনিমেষ গুঁই,সুরঞ্জনা দত্ত, সুজিত ঘোষ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।এই শিবিরে রক্তসংগ্রহের জন্য গোপীবল্লভপুর এম.এস.এস হাসপাতাল ও অন্যান্য সহযোগীতায় সমব্যাথী, কেশপুর ব্লক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম,প্রান্তিক মেদিনীপুর ও ড.আম্বেদকর সোসাইটি ফর সোসিও ইকোনমিক ওয়েল ফেয়ার এন্ড ডেভলপমেন্ট প্রভৃতি সংগঠনরা এগিয়ে আসেন।