Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটকর্মীদের করোনা ভাইরাস টিকাকরন শুরু

*ভোট কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক ভোট কর্মীদের করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়া শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলায়।*
পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন প্রায় দোরগোড়ায়। বিধানসভা নির্বাচনের আগে পূর…

 


*ভোট কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক ভোট কর্মীদের করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়া শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলায়।*


পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন প্রায় দোরগোড়ায়। বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রত্যেক ভোট কর্মীদের করোণা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইমতো ভোট কর্মীদের নামের তালিকা সংশ্লিষ্ট বিডিও, এস ডি ও অফিস থেকে জেলা জেলাশাসকের দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে নামের তালিকা পোটালে আপলোড করা হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক ব্লকে একটি বা দুটি এবং বড় হাসপাতালে কিংবা জেলা হাসপাতালে দুটি ক্যাম্প রয়েছে। ওইসব ক্যাম্পগুলোতে স্বাস্থ্য দপ্তরের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী রয়েছেন। ভোট কর্মীরা বাড়ির কাছাকাছি ভ্যাক্সিনেশন ক্যাম্পে গিয়ে ভোটার আই কার্ড,বা প্যান কাড দেখিয়ে ভ্যাকসিন নিতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে ২৮ হাজার ভোট কর্মীদের নাম নথিভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন দুটো ডোজ দিতে হয়। আশা করা যায় ভোটের আগেই দুটো ডোজই নিয়ে ফেলবে ভোট কর্মীরা। ভোটের সময় বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল। ভোট কর্মীদের যেমন ভ্যাকসিন দেওয়া হবে, পাশাপাশি ভোটের দিন ভোট কর্মীদের বাড়তি সুরক্ষার জন্য মাথায় ক্যাপ, অ গ্লাভস, স্যানিটাইজার সহ বিভিন্ন জিনিস থাকছে।

 বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুলের শিক্ষক গোপালচন্দ্র দোলই বলেন "ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরী। ভ্যাকসিন অনেকটাই সুরক্ষিত করবে বলে মনে করি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর এবং নির্বাচন কমিশনের অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত বলে মনে করি।"

সব মিলিয়ে বিগত দিনের যে নির্বাচন সেই নির্বাচনের থেকে এবারের নির্বাচন সুরক্ষার দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ।