Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে গ্রামীণ ফুটবলে বিদেশি ফুটবলারদের খেলা মনোগ্রাহী করে তুলছে দর্শকদের

কোলাঘাটে গ্রামীণ ফুটবলে বিদেশি ফুটবলারদের খেলা মনোগ্রাহী করে তুলছে দর্শকদের।

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট

কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে 16 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে …

 


কোলাঘাটে গ্রামীণ ফুটবলে বিদেশি ফুটবলারদের খেলা মনোগ্রাহী করে তুলছে দর্শকদের।



বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট



কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে 16 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অর্থাৎ রবিবার ক্ষেত্রহাট হারাধন ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। হলদিয়া রাজারামপুর কিশোর সংঘ বনাম কোলাঘাটের ধর্মবেড় আমরা কয়জন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় হলদিয়া 2 - 0 গোলে পরাজিত করে ধর্মবেড় কে। খেলায় বিদেশি নাইজেরিয়ান ফুটবলারদের খেলা দেখবার জন্য হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাইজ বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি, স্থানীয় বিধায়ক ইব্রাহিম আলি, শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক, সমাজসেবী তপন মাইতি, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোড়া ও শান্তনু মন্ডল উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্স দলকে আঠারো ও বারো হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।